government-employees-will-going-to-get-special-holiday-of-42-days-from-now

Special Holiday: ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন উৎসব উপলক্ষ্যে কর্মীদের যথেষ্ট ছুটি দেওয়া হয়ে থাকে। খুব শীঘ্রই এপ্রিল মাস শেষ হয়ে মে মাস শুরু হবে, আর এই নতুন মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে Special Holiday সম্পর্কে ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, কেন্দ্র সরকারি কর্মীদের জন্য এক নতুন ছুটির পলিসি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর এই নতুন নির্দেশিকা অনুসারে আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অতিরিক্ত ৪২ দিনের ছুটি পেতে চলেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এই নতুন ছুটির খবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করে কেনো অতিরিক্ত ছুটি দেওয়া হবে তা নিয়ে জল্পনা-কল্পনারও অন্ত নেই। আর তাতেই আজ আমরা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী Special Holiday পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

কি এই Special Holiday পলিসি

কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, যেসমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অঙ্গদান করবেন তারা টানা ৪২ দিনের ছুটি পাবেন। DOPT -এর তরফে প্রকাশিত এক অফিসিয়াল মেরোরেন্ডামে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কার্যকরী এই বিশেষ ছুটি সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে। কেন্দ্র সরকারের তরফে আরো জানানো হয়েছে যে, একজন ব্যক্তি স্ব-ইচ্ছায় অঙ্গদান করলে তাকে নিশ্চিত রুপে একটি যথেষ্ট বড় অপারেশন এবং এই অপারেশনের পরে উক্ত ব্যক্তিকে একটি লম্বা সময় ধরে চিকিৎসার অধীনে থাকতে হয়। আর এই চিকিৎসার সময়কালে যথেষ্ট পরিমাণ বিশ্রাম প্রয়োজন হয়ে থাকে। এমনকী পূর্বের মতো সুস্থ, স্বাভাবিক হয়ে উঠতেও ওই ব্যক্তিকে যথেষ্ট সময় দিতে হবে। ইতিপূর্বে যেসমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মীরা অঙ্গদান করতেন তাদের ৩০ দিনের ছুটি দেওয়া হতো কিন্তু বর্তমানে উপরোক্ত বিষয়গুলিকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অঙ্গদানের পর ৪২ দিনের ছুটি মঞ্জুর করা হলো কেন্দ্রীয় সরকারের তরফে।

আরও পড়ুন:- টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলো। কিভাবে সার্টিফিকেট সংগ্রহ করবেন জেনে নিন

কারা এই ছুটি পেতে চলেছেন?

সুতরাং, অঙ্গদান করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অতিরিক্ত ১২ দিনের বিশেষ ছুটি পেয়ে যাবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, কেন্দ্র সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের মধ্যে অঙ্গদান সম্পর্কে বিশেষভাবে প্রচার করার জন্য এই নতুন ছুটির পলিসি কার্যকর করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এর ফলে একাধারে যেমন অঙ্গদান সম্পর্কে প্রচার করা সম্ভব, অন্যদিকে ঠিক তেমনভাবেই অসহায় মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তবে সমস্ত ক্ষেত্রের কর্মীরা এই বিশেষ ছুটি পাবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, রেলের আওতায় কর্মরত কর্মী এবং অল ইন্ডিয়া সার্ভিস -এর আওতাধীন কর্মীরা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই বিশেষ ছুটি পাবেন না, এই দুটি বিশেষ ক্ষেত্র ব্যতীত কেন্দ্রীয় সরকারের আওতায় অন্যান্য ক্ষেত্রে কর্মরত কর্মীরা এই বিশেষ ছুটি পাবেন।

government-employees-will-going-to-get-special-holiday-of-42-days

তবে শুধুমাত্র চিকিৎসকের সুপারিশের ভিত্তিতেই এই অতিরিক্ত ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ২৫শে এপ্রিল, ২০২৩ তারিখ থেকেই এই বিশেষ ছুটির নিয়ম কার্যকর করা হয়েছে। অপারেশনের ১ সপ্তাহ আগে থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন, এমনটাই জানানো হয়েছে এই নয়া নির্দেশিকায়। ছুটি সংক্রান্ত এই নতুন নির্দেশিকা এবং নতুন ছুটির নিয়মে যথেষ্ট খুশি হয়েছেন সাধারণ মানুষ সহ কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link