government-increased-interest-rate-on-small-savings
Advertisement

কতটা বাড়লো সুদের হার, জানুন বিস্তারিত।

সুখবর বিনিয়োগকারীদের জন্য। এবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের টাকা রাখলে আরো বেশি পরিমাণে পেতে পারেন সুদ। কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এমনটাই। জানা গিয়েছে, ২ বছরের ডিপোজিটে ০.১০ শতাংশ এবং ৫ বছরের রেকারিং ডিপোজিটে ০.৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তৃতীয় কোয়ার্টারের জন্য বৃদ্ধি করা হয়েছে এই সুদ। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের পরিমাণ বাড়ানো হলেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা-সহ অন্যান্য স্কিমে সুদের পরিমাণ রয়েছে একই।

Advertisement

একইসঙ্গে বাড়ানো হয়েছে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুদের হার। আগে পোস্ট অফিসে এফডি করলে ৬.৯ শতাংশ শুধু মিলতো। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৭ শতাংশ। আমরা সকলেই জানি প্রত্যেক কোয়ার্টারে সুদের হার পরিবর্তন করে সরকার।

Advertisement

RBI এর নতুন নিয়ম, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে মানতে হবে এই নিয়ম, নইলে বন্ধ হবে লেনদেন।

গত কোয়াটারে অর্থাৎ এপ্রিল-জুন ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। এই কোয়ার্টারে সুদ বাড়ানো না হলেও গত কোয়ার্টারে এনএসসি-তে ০.৭ শতাংশ বৃদ্ধি করা হয় সুদ।

বর্তমানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ। একইসঙ্গে সিনিয়র সিটিজেন সেভিংস সার্টিফিকেটের বর্তমানে সুদের হার করা হয়েছে ৮.২ শতাংশ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে আরবিআই বর্তমানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ব্যবহার করছে। ফলস্বরূপ ব্যাংক, পোস্ট অফিস-সহ অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ইন্টারেস্ট ফিল্ড বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ সেখানে আরও বেশি বিনিয়োগ করতে পারেন। ইতিমধ্যেই রেপোরেট ২.৫ শতাংশ বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে।