LPG Gas (এল পি জি গ্যাস)

LPG Gas – কত টাকা ভর্তুকি পাবেন জানুন বিস্তারিত।

প্রায় দেড়শো কোটি জনসংখ্যা ভারতের এর মধ্যে ৩০ কোটি মানুষের কাছে গ্যাস সিলিন্ডারের (LPG Gas) কানেকশন আছে। কেন্দ্র বিভিন্ন ভাবে চাইছে মানুষের কাছে গ্যাস সিলিন্ডারের কানেকশন পৌঁছে দিতে। বেশ কিছুটা ভর্তুকি দিয়ে সাহায্য করতে চাইছে। নরেন্দ্র মোদী বাড়ির মেয়েদের জন্য উজালা প্রকল্প শুরু করে বাড়ির একটু সাশ্রয়ের জন্য।

উত্তোরত্তর দাম বৃদ্ধিতে দেশের অধিকাংশ মানুষই সম্পূর্ণ রান্না গ্যাসে (LPG Gas) করতে পারেনা। পরিবারগুলিকে ভাগাভাগি করে রান্না করতে হয়। আমাদের দেশে এখনো অনেক sdtr ṭtiittersre78p[জায়গায় যৌথ পরিবার আছে তাঁদের বারোটারও বেশি সিলিন্ডার লাগে আর এই খরচা বহন করতে পারেনা তাঁরা।

মে মাসে কোন কার্ডে মিলবে কি পরিমাণ ফ্রী রেশন, না জানলে জানুন এক্ষুনি।

২০২২ সাল পর্যন্ত কেন্দ্রের তরফে নিম্নবর্গের সাড়ে নয় কোটি মানুষকে গ্যাস সিলিন্ডারের কানেকশন দেওয়া হয়েছে। কেন্দ্র আবার নতুন করে ভাবছে বছরে সাত থেকে আটটি সিলিন্ডারের উপর তারা ভর্তুকি দেবে। তবে তাঁদের অনুরোধ যাদের একটা বিশেষ সীমার উপরে আয় তাঁরা যেন এই ভর্তুকি না নেয়।

দেশে অনেক পরিবার আছে যাদের আয় মাসিক দশ হাজার টাকার নীচে তাঁদেরও কানেকশন আছে। এই সমস্ত পরিবারগুলি যাতে গ্যাসে (LPG Gas) রান্না করতে পারে সেই বিষয়ে সরকার পাশে দাঁড়াতে চায়। আর যে সকল পরিবার বছরে তিনটি সিলিন্ডার ব্যাবহার করবে তাদের অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। এবার দেখার পালা সরকার নতুন ভর্তুকির নিয়ম কবে থেকে চালু করবে।

অনেক রাজ্যের তরফেও ভর্তুকি দেওয়া হচ্ছে। যেমন রাজস্থানের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তারা গ্যাসের দামের বেশিটাই ভর্তুকি হিসাবে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কেন্দ্রের এক মন্ত্রী ঘোষণা করেছিল উজালা প্রকল্পে সর্বোচ্চ ১২ টি গ্যাসে কিন্তু ভর্তুকি দেওয়া হবে। দেশের মানোন্নয়ন মানে দেশের আর্থসামাজিক অবস্থার পরিচয়। তাই কেন্দ্র চাই দেশের অধিকাংশ মানুষের কাছেই যেন গ্যাস সিলিন্ডার কানেকশন থাকে এবং তারা ব্যাবহারও করতে পারে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link