কি এই কঠিন নিয়ম জানতে হলে পড়ুন বিস্তারিত।
সকল সরকারি কর্মচারীর উদ্দেশ্যে একটি কঠোর নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা জারির পাশাপাশি সকল সরকারি কর্মজীবীকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নির্দেশিকা পালন না করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কী আছে এই নির্দেশিকায়? নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের তরফে সাফ জানানো হয়েছে, কোন সরকারি কর্মচারী কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের থেকে কোনো প্রকার পুরস্কার বা উপঢৌকন নিতে পারবেন না। যদি কোন সরকারি কর্মচারী এমন পুরস্কার বা উপঢৌকন নিতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এখানে পুরস্কার বলতে আর্থিক বিষয় কিংবা বিশেষ কোনো সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
সরকার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোন ব্যক্তি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এমন কোন উপহার নেওয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সরকারি কর্মচারী যদি এই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার। নির্দেশিকা জারি করা হয়েছে কর্মীদের দপ্তর অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিসেস-এর সদস্যদের উদ্দেশে।
এই নোট থাকলে কাছে, কোটিপতি হবেন এক রাতে, খুলে যাবে ভাগ্য। জানুন কীভাবে?
অবশ্য একই সঙ্গে জানানো হয়েছে সরকারি অনুমোদন পেলে উপহার নিতে কোন বাধা নেই। অর্থাৎ কোন সরকারি কর্মচারীকে উপহার নিতে হলে আগে সরকারের অনুমতি নিতে হবে। যারা রাজ্য সরকারের অধীনস্থ তাদের রাজ্য সরকারের অনুমতি নিতে হবে।
তবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীদের সংশ্লিষ্ট দপ্তর কিংবা সংশ্লিষ্ট দপ্তরের সচিবের থেকে অনুমতি নিলেই চলবে। একই সঙ্গে, উপহার নেওয়ার জন্য কোন দপ্তরের সচিবকে অনুমতি নিতে হবে ক্যাবিনেট সচিবের থেকে। কোন কোন ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অনুমোদন দেওয়া হবে এই বিষয়টিও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কোনরকম আর্থিক পুরস্কার কোন মূল্যেই নেওয়া যাবে না।
এছাড়াও কোন ব্যক্তি যদি কোন বেসরকারি প্রতিষ্ঠান থেকে উপহার নেন, তাহলে সেই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে হবে। ইতিমধ্যেই বেশ কয়েকবার অভিযোগ উঠেছে যে ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’-এর কর্মচারীরা বিভিন্ন কাজ ‘করিয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে উপহার নিয়েছেন। এই প্রবণতা রুখতেই এমন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।