কতটা বাড়তে চলেছে বেতন, জানতে হলে পড়ুন বিস্তারিত।
ভোটের আগে আবারো সরকারি চাকরিজীবিদের জন্য সুখবর। ২০২৪ এই লোকসভা ভোট। তার আগে দেশবাসী থেকে সরকারি চাকরিজীবি প্রত্যেককেই খুশি রাখতে চায় সরকার। রাজ্য সরকারের কর্মচারীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখনও ডিএ নিয়ে কোনো সঠিক সদুত্তর মেলেনি তাদের পক্ষ থেকে। আগে যা বাড়িয়েছিল সেটাই রেখে দিয়েছে তারা।
এর সাথে তারা জানিয়েও দিয়েছে নতুন করে আর কোনো ডিএ বাড়াতে পারবেনা সরকারি একাধিক প্রকল্পের কাজ চলছে। কিন্তু কেন্দ্র সরকারের কর্মচারীদের বছরে দুবার আগের নিয়মেই ডিএ বেড়েছে। এখন তাদের ডিএ বেড়ে হয়েছে ৪২ শতাংশ। রাজ্য সরকারের কর্মচারীদের সাথে বিস্তর ফারাক যার।
ঘরে বসে মোবাইলের মাধ্যমে মাত্র ২ মিনিটে পরিবর্তন করুন আধার কার্ডের ছবি, জানুন কীভাবে?
তবে শোনা যাচ্ছে লোকসভা ভোটের আগে একবার আবার কেন্দ্র তার কর্মচারীদের ডিএ বাড়াতে পারে। এতে ডিএ বেড়ে হবে ৪৬ শতাংশ। তাতে তাদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এতে কেন্দ্র সরকারের কর্মচারীরা খুশিই হবে। এর আগে তারা কিছুটা ক্ষুণ্য হয়েছিল লকডাউনের বকেয়া ডিএ যখন দেবেনা বলে ঘোষণা করেছিল।
কেন্দ্র বিভিন্ন দপ্তরের ঠিকাদারি কর্মচারি নিয়োগ করছে বলে অনেকেই সেই নিয়ে আপত্তি জানিয়েছিল। এর আগে বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে একাধিক দপ্তরও তুলে দিয়েছিল। সেই নিয়ে দেশজোড়া আন্দোলন হয়েছিল। কিন্তু এখন সেই সিদ্ধান্ত নিয়ে সরকার অনেকটা চুপ থাকায় পরিস্থিতি ঠিক হয়েছে।