কৃষক বন্ধু প্রকল্পে শুরু হল টাকা ঢোকা, জানুন বিস্তারিত।
কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। সামনেই পঞ্চায়েত ভোট, প্রস্তুতি পর্বও তার শুরু হয়েছে। রাজ্য সবরকম ভাবে খুশি করতে চেয়েছিল রাজ্যবাসীকে। কেন্দ্র এবং রাজ্য দুজনেই চাষিদের এককালীন টাকা দেয় প্রতি বছর দুবার করে। প্রতি বছর চাষিরা সমান লাভ পায়না সব চাষে তাই কোনো সময়ের বীজ কিনতে বা তাঁদের সংসারের একটু সাহায্যর্থে টাকা দেয় সরকার।
কেন্দ্রের এই প্রকল্পের কৃষক সন্মান নীধি এবং রাজ্যের এই প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প। কেন্দ্রের এই সময় ১৪ তম কিস্তির টাকা দেওয়ার সময়। রাজ্য কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেয় একবার রবি শস্যের জন্য একবার খারিফ শস্যের জন্য। এই টাকা দেওয়ার পরিমাণ নির্ভর করে জমির উপর চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেয়।
বাড়ানো হল আধার-রেশন লিংকের সময়সীমা, এর পর থেকে গুনতে হবে জরিমানা, জানুন শেষ তারিখ।
করোনাকালেই এই টাকা দেওয়া শুরু হয়েছিল। তখন কৃষি দপ্তরের অফিসে গিয়ে ফর্ম জমা করা শুরু করেছিল। তারপর থেকে দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে এই ফর্ম জমার কাজ শুরু হয়। শেষ দুয়ারে সরকার অনুযায়ী ৯৪ লক্ষ্য কৃষক সুবিধা নেয় এই প্রকল্পের।
সরকার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন কারণে যারা এখন ও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়নি তাদের জন্য আলাদা কমিটি তৈরি করা হবে। কোনো টেকনিক্যাল কারণে যদি বাদ যায় তাহলে সত্ত্বর যুক্ত করিয়ে নেবে। আপনি একবার আপনার আবেদনের পদ্ধতি চেক করে নিতেই পারেন। এই টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে চলে আসে।