পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।
রাজ্যে শেষমেষ খুলতে চলেছে সরকারি স্কুলগুলি গরমের ছুটি শেষে। ২রা মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়েছে। জুনের প্রথম সপ্তাহে খোলার কথা থাকলেও অত্যাধিক গরমের জন্য আবার ছুটি দিতে বাধ্য হয়েছিল। তারও আগে এপ্রিলে মারাত্মক গরমের জন্য ছুটি পড়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জেলা শিক্ষা দফতরে সার্কুলার পাঠানো হয়েছে যাতে স্কুল খোলার প্রথম দিন থেকেই মিড ডে মিল পায়। স্কুলের মিড ডে মিলের জায়গাগুলি যেন পরিষ্কার করে ফেলে দ্রুততার সাথে। রাজ্যে দীর্ঘদিন স্কুলগুলি বন্ধ থাকার কারণে সমস্ত জায়গাই নোংরা হয়ে পড়ে আছে।
এই অবস্থায় আর সময় নষ্ট যাতে না হয় তাই আগে থেকে সার্কুলার চলে গেছে সব জায়গাতেই। অশিক্ষা কর্মীরা যাতে আগে গিয়েই স্কুল পরিষ্কার চলে আসে সে বিষয়ে নজর দিতে হবে। স্কুলগুলিতে পড়াশোনার আগের পরিবেশ ফিরিয়ে আনতে হবে নাহলে পড়ুয়াদের সামনেই পরীক্ষা।
তাদের প্রস্তুতি ঠিকভাবে হবেনা। বিরোধীরা অভিযোগ করছে এতদিন ছুটিতে ৩০০ কোটি টাকা যে লাভ করেছে সেটা কী পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হবে! রাজ্যে গরমের ছুটিতে স্বাভাবিকভাবেই মিড ডে মিল বন্ধ ছিল। বিরোধীদের দাবি সেই পরিমাণ টাকার প্রোটিন, পুষ্টি ফেরত দেওয়া হোক।
রাজ্য সরকার অবশ্য এব্যাপারে যথেষ্ট তৎপর। তারা সমস্ত ডিআই অফিসে সার্কুলেশন পাঠিয়েছে। কোভিডের পর থেকে রাজ্যের শিক্ষাব্যাবস্থায় বড়ো ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতিতে মাধ্যমিক শিক্ষার্থী কমেছে রেকর্ড।