Free Ration – মে মাসে পাবেন দুইবার রেশন, জানুন বিস্তারিত।
সাধারণভাবে আমাদের দেশে মাসে একবারই রেশন (Free Ration) দেওয়া হয় প্রতিটি রাজ্যে। এই রেশন ব্যাবস্থার উপর নির্ভর করে একাধিক পরিবারের অন্নসংস্থান চলে। অনেক কম টাকায় আবার কখনো বা ফ্রীতেই খাবার দেয় তারা। তবে মে মাসে রেশন দুবার দেওয়ার কথা একেবারেই সত্যি।
হরিয়ানা সরকার ঘোষণা করেছে তারা দুবার মে মাসে রেশন (Free Ration) দেবে। সেখানে জানুয়ারি মাস থেকে তাদের রেশন দেওয়া অনেক পিছিয়ে পড়েছিল। যেমন জানুয়ারি মাসের রেশন ফেব্রুয়ারি মাসে দিয়েছে আবার ফেব্রুয়ারির টা মার্চে। কিন্তু মে মাস থেকে তারা আবার সঠিক সময়ে রেশন দেবে বলে ঠিক করেছে।
ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন এবার ঘরে বসে, একদম বিনামূল্যে। জেনে নিন নতুন পদ্ধতি।
তাই এপ্রিলের রেশন মে মাসে তারা যেমন পেয়েছে ঠিক তেমনই মে তে মে মাসের রেশন পেয়ে যাবে। তবে এই নিয়ম শুধুমাত্র হরিয়ানা রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য বাংলাতে এমন কোনো ঘোষণা হয়নি। কিন্তু বাংলাতে মে মাসের রেশন দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে। প্রতিটি কার্ডে কে কতটা খাবার তা ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
এখন কোন কার্ডে কতটা খাবার পাওয়া যাবে তা আগে থেকেই উপভোক্তাদের জানিয়ে দেওয়া হয়। যাতে কোনো কারচুপি না হয়। অনেক রেশন ডিলারদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিল উপভোক্তারা। সরকার স্বচ্ছতা বাড়াতে সিস্টেমকে বায়োমেট্রিক করে দিয়েছে। প্রত্যেক ব্যাক্তি তাদের আঙুলের ছাপ দিয়ে খাবার নিয়ে যায়। এছাড়াও আরো আধুনিকিকরণের জন্য রেটিনা ব্যাবস্থাও আসছে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link