Heat Wave – দক্ষিনবঙ্গের তিন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা।
মোকার প্রভাবে বাংলা জুড়ে তাপপ্রবাহ (Heat Wave) চলছে বেশ কিছু দিন। শুক্রবার থেকে সেই তাপপ্রদাহ কমার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুটা বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানিয়েছে। ঘূর্ণিঝড় মোকা প্রবল নিম্নচাপে পরিণত হয়েছে বাংলায় তার প্রভাব পড়বেনা সেটা ঘুরে গেছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে। শুক্রবার থেকেই কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণাতে আর তাপপ্রবাহ চলবেনা।
ATM থেকে ছেঁড়া নোট বেরোলে কি করবেন? কোথায় জমা দেবেন? না জানলে জানুন এক্ষুনি।
এপ্রিলে বেশ কিছু দিন তাপপ্রবাহ (Heat Wave) চলার পর বৃষ্টিতে ভিজেছিল মহানগরী। তারপর অনেকদিন পরিবেশ ঠান্ডা ছিল। তবে এখনো বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ, নদীয়াতে তাপপ্রবাহ চলবে। পরের সপ্তাহে টানা বেশ কিছু দিন বৃষ্টি চলবে বলে জানা গেছে। তবে কালবৈশাখির কোনো সম্ভাবনা নেই এখানে। কলকাতাতেই ঝিড়ঝিড়ে বৃষ্টির সম্ভাবনা।
মোকার জন্য এরাজ্যেও সতর্কতা নিয়েছিল রাজ্য সরকার। প্রায় বছরই এখন পশ্চিমবঙ্গে বড়ো বড়ো ঝড় হচ্ছিল। আমফান,আয়েলা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিকে শেষ করে দিয়েছিল। রাজ্য তাই অতিরিক্ত সতর্কতা নিয়েছিল। রাজ্যে এমনিতেই এইবছরে ইতিমধ্যেই ঘাটতি তৈরি হয়েছে। এখনও অবধি টানা বৃষ্টি বা ঝড় হয়নি একদিনও।
মোকার প্রভাব এখনও কোথাও পড়েনি। বঙ্গোপসাগরেই নিম্নচাপ তৈরি হয়েছিল তাই ভারতের অনেক রাজ্যেই এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছিল। মোকাতে ৫০ কিমি বেগে ঝড় বইবে তার সাথে বৃষ্টিও হবে। এখনো অবধি এ রাজ্যে নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। এবছর কোনো ঝড়ের আশঙ্কাও তৈরি হয়নি এখনো।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link