highest-upi-limit-of-transaction-at-a-day
Advertisement

ডিজিটালাইজেশনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতেও ক্রমাগত হারে UPI-এর মাধ্যমে লেনদেনের পরিমাণ বাড়ছে। আর একইসাথে বাড়ছে Google Pay, PhonePe, Paytm -এর মতো অ্যাপের জনপ্রিয়তা। তবে এইসকল অ্যাপের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে পেমেন্টের একটি নির্দিষ্ট উর্দ্ধসীমা রয়েছে, যা না জানার কারণে সাধারণ জনগণকে বারংবার সমস্যার সম্মুখীন হতে হয় (UPI Limit)।

Advertisement

তবে এইসকল অ্যাপের কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, প্রত্যেকটি অ্যাপের ক্ষেত্রে দৈনিক পেমেন্টের আলাদা আলাদা উর্দ্ধসীমা রয়েছে। Google Pay, PhonePe, Paytm -এর মতো UPI পেমেন্ট অ্যাপগুলোর মাধ্যমে একদিনে উক্ত নির্দিষ্ট টাকার চেয়ে বেশি অংকের টাকা কোনোভাবেই ট্রান্সফার করা সম্ভব নয়। চলুন তবে জেনে নেওয়া যাক গুগল পে, ফোনপে, পেটিএম -এর অ্যাপগুলির ক্ষেত্রে দৈনিক লেনদেনের উর্দ্ধসীমা কতো (UPI Limit)।

Advertisement

১. Google Pay:- গুগল পে-এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, Google Pay-এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১ লক্ষ টাকার লেনদেন করা সম্ভব। এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, Google Pay-এর মারফত ১ দিনে সর্বোচ্চ ১০ টি লেনদেন করা সম্ভব। তবে এক্ষেত্রে প্রতি ঘন্টার লেনদেনের কোনো উর্দ্ধসীমা নেই বলেই জানানো হয়েছে গুগল পে-এর পক্ষ থেকে।

মার্চ মাসের শুরুতেই মিলবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান, কারা অনুদান পাবেন জেনে নিন।

২. PhonePe:- ফোনপে-এর মতোই PhonePe-এর ক্ষেত্রেও একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকার লেনদেন করা সম্ভব বলেই জানা গিয়েছে। এর পাশাপাশি ফোনপে-এর ক্ষেত্রেও ১ দিনে সর্বোচ্চ ১০ টি ট্রান্সফার করা সম্ভব বলেই জানা গিয়েছে। তবে এক্ষেত্রে কতো টাকা ট্রান্সফার করা যাবে তা অনেকক্ষেত্রেই উক্ত ব্যক্তির কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার ওপর নির্ভর করছে।

রেশন তোলার নিয়মে আনা হলো বড়ো পরিবর্তন। রেশন তুলতে যাবার আগে জেনে নিন।

৩. Paytm:- পেটিএম-এর মাধ্যমেও একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা ট্রান্সফার করা যাবে বলেই জানানো হয়েছে Paytm-এর তরফে। এছাড়াও পেটিএম-এর মাধ্যমে ১ ঘণ্টায় সর্বোচ্চ ৫ টি লেনদেন এবং ১ দিনে সর্বোচ্চ ২০ টি লেনদেন করা সম্ভব বলেই জানানো হয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, ১ ঘণ্টায় সর্বাধিক ২০,০০০ টাকা ট্রান্সফার করা সম্ভব।