hilsa-fish-price-drop-in-west-bengal
Advertisement

কিলো প্রতি কতটা কমলো দাম জানুন।

পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ ওঠার সিজন। যথারীতি মাছের বাজারে এসে গিয়েছে ইলিশ। অবশ্য পদ্মার ইলিশ পেতে এখনও বাঙ্গালীকে অপেক্ষা করতে হবে আরো এক মাস।

Advertisement

বর্তমানে বাংলার বিভিন্ন বাজার দাপিয়ে বেড়াচ্ছে ইলিশ। অবশ্যই স্বাদে কিংবা গন্ধে পদ্মার ইলিশের মতো নয়, কিন্তু তাও যা তা নেহাত ফেলনা নয়। সবচেয়ে বড় বিষয় আপনি ৫০০ টাকার মধ্যেই পেতে পারেন এই ইলিশ গুলি। অবশ্য শহরের বড় বড় বাজারে গেলে দাম ৭০০-৭৫০ হতেই পারে। তবে এই ৫০০ টাকা কেজির ইলিশ এই মন্দার বাজারেও হাসি ফোটাচ্ছে মধ্যবিত্তের মুখে। তবে শহরের তুলনায় শহরতলীর বাজারগুলিতে স্বাভাবিকভাবেই দাম ৫০ টাকা কম থাকে।

Advertisement

কপাল খুললো মধ্যবিত্তের! বাড়লো ফিক্সড ডিপোজিটের সুদের হার। জানুন নতুন রেট।

সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কলকাতায় এয়ারপোর্ট সংলগ্ন বাজারে ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। একটি ইলিশ মাছের ওজন মোটামুটি ৫০০ গ্রাম। অর্থাৎ ওই টাকায় আপনি দুটি ইলিশ মাছ নিয়ে আসতে পারবেন। তবে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ গুলি আপনি ৫০০ টাকা দরে বাজারে পেয়ে যেতে পারেন।

তবে শুধু ইলিশই নয়, অন্যান্য মাছের দামও কমেছে সম্প্রতি। বর্তমানে ২০০ টাকা কেজি দরে গোটা রুই পাওয়া যাচ্ছে। কাটা হলে দাম ২৫০ টাকা পর্যন্ত উঠে যেতে পারে। অন্যদিকে গোটা কাতলা বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কেজিতে। কাটলে দাম ৩৫০ টাকা পর্যন্ত উঠতে পারে। এছাড়াও আপনি ৪০০ টাকা কেজিতে জিওল মাছ পেয়ে যেতে পারেন যা শরীরের পক্ষে খুব উপকারী।