নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতেই সমগ্র দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশাল সুখবর প্রকাশ্যে হয়েছিলো। এতে বলা হয়েছিলো যে, আগামী দিনে আরো এক বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী বিনামূল্যে খাদ্যশস্য পেতে চলেছেন।
আগামী দিনে কোন কার্ডে কতো পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারংবার প্রশ্ন উঠছে আগামী দিনে কোন রেশন (Ration) কার্ডের অধীনে কতো পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে। আর তাই আজকের এই পোস্টে রাজ্যবাসী কোন রেশন কার্ডে কতো পরিমাণ চাল, গম পাবেন তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নাগরিকরা আগামী দিনে কোন রেশন (Ration) কার্ডে কতো পরিমাণ খাদ্যশস্য পেতে চলেছেন:-
খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে, অন্তোদ্যয় অন্ন যোজনা কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু ২১ কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে অথবা ১৪ কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে ১ কেজি চিনি দেওয়া হবে। তবে প্রত্যেক কেজি চিনির জন্য নাগরিকদের ১৩ টাকা ৫০ পয়সা খরচ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অধীনে AAY কার্ডের আওতায় থাকা প্রত্যেক ব্যক্তিকে ৩ কেজি ৭৫০ গ্রাম চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে ১ কেজি ২৫০ গ্রাম গম দেওয়া হবে।
আবেদন করুন গতিধারা প্রকল্পে। এবং গাড়ি কেনার ক্ষেত্রে পান সরকারের তরফ থেকে ১ লাখ টাকা ভর্তুকি
যেসমস্ত ব্যক্তিদের SPHH কার্ড রয়েছে তারা প্রত্যেকে ৩ কেজি করে চাল পাবেন এবং ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা অথবা ২ কেজি গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কারণে SPHH কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে তিন কেজি ৭৫০ গ্রাম চাল এবং ১ কেজি ২৫০ গ্রাম গম দেওয়া হবে।
অন্যদিকে, যেসমস্ত ব্যক্তিদের PHH কার্ড রয়েছে তাদের প্রত্যেককে ৩ কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক PHH কার্ডধারী ব্যক্তিকে ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা কিংবা ২ কেজি করে গম দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, PHH কার্ড রয়েছে এমন ব্যক্তিদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অধীনে কার্ডপিছু ৩ কেজি ৭৫০ গ্রাম চাল এবং ১ কেজি ২৫০ গ্রাম গম দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
যেসমস্ত ব্যক্তিদের RKSY I ক্যাটাগরির কার্ড রয়েছে তারা কার্ডপিছু ২ কেজি করে চাল দেওয়া হবে এবং ৩ কেজি করে গম দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে ৩ কেজি চাল দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
অন্যদিকে, যেসমস্ত ব্যক্তিদের RKSY II কার্ড রয়েছে তারা আগামী দিনে কার্ডপিছু ১ কেজি করে গম এবং ১ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ২ কেজি চাল দেওয়া হবে।