how-to-apply-aikyashree-scholarship-2023
Advertisement

জানুন পুরো আবেদন পদ্ধতি।

প্রথম শ্রেণী থেকেই এবার স্কলারশিপ প্রোগ্রাম চালু হচ্ছে রাজ্যে। তবে এই স্কলারশিপ সবার জন্য না। এই স্কলারশিপ বিশেষভাবে পাবে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। যেকোনো ধরনের সংখ্যালঘু যেমন মুসলিম,খ্রিস্টান,বৌদ্ধ, জৈন। এই স্কলারশিপ তিনভাবে দেওয়া হবে। দেশে একাধিক স্কলারশিপ,প্রোগ্রাম চালু আছে ঠিকই কিন্তু প্রথম শ্রেণী থেকে স্কলারশিপ দেওয়ার কথা এখনও অনেকেই ভাবতে পারেনি। প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনস দেওয়ার শর্তগুলিও সম্পূর্ণ আলাদা। এখানে ১১০০০ থেকে ৩৩০০০টাকা পর্যন্ত দেওয়া হবে।

Advertisement

প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের নিয়মগুলি-
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার নীচে হবে। আবেদনকারীকে শেষ পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে।

Advertisement

ঘরে বসে বিনা ঝঞ্ঝাটে বদলে নিন ২০০০ টাকার নোট, দাড়াতে হবে নয়া আর ব্যাংকের লাইনে।

মেরিট কাম মিনস-
এখানে আবেদনকারীকে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং,ল, ফার্মাসি এই ধরনের কোর্সে ভর্তি হবে। এখানে পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে হবে। আবেদনকারীকে শেষ পরীক্ষায় অবশ্যই পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে।

এখানে আবেদনকারীকে পরিচয় প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে। পরিবারের আয়ের প্রমাণপত্র, রেজাল্টের জেরক্স কপি।
যারা ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ পায় তাদের ৩০ জুনের মধ্যে রিনিউয়াল এর কাজ শেষ করতে হবে। নতুন করে ঐক্যশ্রীর ফর্ম ফিল আপের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। অক্টোবর অবধি এই কাজ চলবে।
পশ্চিমবঙ্গ সরকারের ঐকশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপের কাজ করতে হবে।