how-to-apply-bangla-shasya-bima-yojana

আমাদের দেশ ভারত একটি কৃষিপ্রধান দেশ। ভারতের অর্থনীতির এক অন্যতম স্তম্ভ হলো কৃষিকাজ। আর আমাদের এই কৃষক ভাইদেরই নিজেদের কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে কৃষকদের বিপুল অর্থ ব্যয় ও পরিশ্রম করে লাগানো ফসল প্রায়ই ধ্বংস হয়ে যায়। যার ফলে তারা হতাশগ্রস্ত হয়ে বেশিরভাগ সময়েই আত্মহত্যার মতন চূড়ান্ত পথ বেছে নেন।

আর কৃষকদের এই করুন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার পথ প্রদর্শক হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০২১ সাল থেকে বাংলা শস্য বীমা যোজনা নামক প্রকল্প চালু করেছে।এই প্রকল্পের অধীনে মূলত পাট, ভুট্টা, বাজরা, ডাল, আমন ধান, আউশ ধান, তৈলবীজ, গম ইত্যাদি ফসলের ক্ষতির বীমা লাভ করা যায়।

এই প্রকল্পে আবেদনকারীর যোগ্যতা:-
১. কৃষককে অবশ্যই পচিমবঙ্গ এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. কৃষিজমি পরিমাপের শংসাপত্র।
৩. কৃষককে নির্দেশিকা অনুযায়ী তালিকা ভুক্ত ফসলের চাষ করতে হবে।
৪. কৃষিজমি যদি কৃষকের নিজের না হয়ে লিজ নেওয়া হয়ে থাকে তাহলে লিজের শংসাপত্র আবশ্যিক।
৫. ভোটার আইডি এই স্কিমের জন্য আবশ্যিক।
৬. আবেদনকারীকে কোনো ও ব্যাঙ্কের ডিফোল্টার হলে চলবে না।
৭. আবেদনকারীকে ফসল ক্ষতি হওয়ার সঠিক প্রমাণ পত্র কর্তৃপক্ষকে দেখাতে হবে তবেই বীমার টাকা তিনি পাবেন।

আরও পড়ুন:- বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর লিস্ট চেক করুন।

কি কি ক্ষেত্রে বীমার টাকা পাওয়া যায়:-
৪ টি ক্ষেত্রে সরকার নির্ধারিত ফসলের ক্ষতি হলে বীমার লাভ পাওয়া যাবে।
১. প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি।
২. রোপনের সময়ে কোনো ক্ষতি হলে।
৩. চাষের সময়ে কোনো লোকসান হলে।
৪. ফসল কেটে নেওয়ার পর ফসলের ক্ষেতে পড়ে থেকে যে লোকসান হয় সেক্ষেত্রে বীমার সুবিধা পাওয়া যায়।

প্রয়োজনীয় তথ্যসমূহ :-
১. ভোটার আইডি, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেকোনো সচিত্র পরিচয় পত্র।
২. ঠিকানার প্রমাণ হিসেবে প্যান কার্ড, বৈধ পাসপোর্ট, ইউটিলিটি বিল।
৩. আবেদনকারীর আইডি প্রুফ
৫. আবেদনকারীর পাসপোর্ট সাইজ একটি ফটোকপি।
৬. আবেদনকারীর স্বাক্ষর।
৭. বর্তমানে কোনো লোন নেওয়া থাকলে তার প্রমাণ পত্র অথবা লোন পরিশোধের তথ্যাদি।
৮. জমির পরিমাপের কাগজ।
৯. ফসলের ক্ষতির পরিমাণ সম্বন্ধিত নথি সমূহ।
এছাড়াও প্রয়োজন অনুযায়ী কৃষকের অন্য কোনো নথিও লাগতে পারে।

বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে আবেদনের প্রক্রিয়া:- এই প্রকল্পে আবেদনের পদ্ধতিটি সম্পূর্ণ ভাবে অনলাইনে।
১. পশ্চিমবঙ্গ বাংলা শস্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://banglashasyabima.net -এ যেতে হবে।
২. এরপর Register অপশনে ক্লিক করতে হবে।
৩. Registration ফর্ম স্ক্রিনে দেখালে প্রয়োজনীয় তথ্য দিতে হবে ও নথি গুলি আপলোড করতে হবে।
৪. এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফাইনাল সাবমিট করার জন্য sign up বাটনে ক্লিক করতে হবে।
৫. নিজের সমস্ত শংসাপত্র গুলি ব্যবহার করে log in করতে হবে আবেদনকারীকে।

বীমার অন্তরভূক্ত কৃষকগণ নিজেদের ফসলের ক্ষতির রিপোর্ট জানাতে পারবেন অনলাইনেই।

আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পেয়েছেন কিনা জেনে নিন মাত্র ২ মিনিটে।

নিম্নলিখিত প্রক্রিয়ায় :-
১. https://banglashasyabima.net এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে।
২. Homepage সামলে আসলে Report Crop Loss বলে একটি অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে।
৩. নতুন একটি page খুলে যাবে। সেখানে বীমার ব্যাপারে বিশদ তথ্য এবং টোল ফ্রী নাম্বার দেখা যাবে।
৪. নির্দিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কৃষকেরা ফসলের ক্ষতিজনিত রিপোর্ট এর ব্যাপারে।
৫. এরপর Close বাটনে ক্লিক করে বেরিয়েছে আসতে হবে page টি থেকে।

বাংলা শস্য বীমা যোজনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি:-
১. বাংলা শস্য বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://banglashasyabima.net টি ওপেন করতে হবে।
২. এরপর Farmer Corner অপশনে ক্লিক করতে হবে।
৩. কৃষকের ভোটার কার্ডের সাহায্যে কৃষক শস্য বীমা এর বিস্তারিত বিবরণীর page টি এবং বীমার সার্টিফিকেট ডাউনলোড করার page খুলে যাবে।
৪. এখন কৃষক নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে, বছর সিলেক্ট করবেন তারপরে নিজের শস্য বীমার সম্পর্কে জানতে এবং বীমার সার্টিফিকেট ডাউনলোড করতে Search বাটনে ক্লিক করবেন।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link

কৃষক নিজেই নিজের বীমা গণনা করতে পারবেন নিম্নলিখিত প্রক্রিয়ায় :-
১. https://banglashasyabima.net এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
২. Homepage এ Insurance Calculator অপশনে যেতে হবে।
৩. একটি Pop up স্ক্রিনে আসবে। সেখানে থাকা বিবরণী পড়ে কৃষক নিজের নিজের তথ্য হিসেবে বীমা গণনা করতে পারবেন।
৪. আবার একটি Pop up স্ক্রিনে আসবে। সেখানে দেওয়া ডিটেলস পড়ে কৃষক নিজের বীমার পরিমাণ জানতে সক্ষম হবেন।

এইসমস্ত অনলাইন পরিষেবা ছাড়াও কৃষক দের কোনো সমস্যা বা অনুসন্ধান থাকলে হেল্পলাইন নাম্বার এ যোগাযোগ করতে পারবেন

হেল্পলাইন নাম্বার:- 8336900632, 8373094077, 8336957181

ইমেইলও করতে পারেন
banglashasyabima@ingreens.in

বীমা জনিত কোনো অনুসন্ধান এর জন্য নাম্বার:-
18005720258 নাম্বারে ফোন করতে পারবেন সকাল ১০ টা থেকে বিকেল ৬ টার মধ্যে।

সর্বোপরি বলা যায়, যেখানে প্রথম থেকেই কৃষকগণ মাথার ঘাম পায়ে ফেলার পরেও নিজের প্রাপ্য মুনাফা থেকে বঞ্চিত ছিলেন আর তার সঙ্গে প্রতিকূল আবহাওয়ার জন্য দুর্ভাগ্যের শিকার হোন। সেখানে পশ্চিমবঙ্গ সকারের কৃষকদের জন্য এমন অভাবনীয় ও কল্যাণমূলক প্রকল্পের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।