Dhirubhai Ambani Scholarship

Dhirubhai Ambani Scholarship – এ আবেদনের খুঁটিনাটি জানতে পড়ুন বিস্তারিত।

মেধাবী ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর নিয়ে এল আরো একটি স্কলারশিপ (Dhirubhai Ambani Scholarship) প্রোগ্রাম। রাজ্য এবং কেন্দ্র দেশের একাধিক মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে একাধিক স্কলারশিপ প্রোগ্রাম। এছাড়াও অনেক বেসরকারি সংস্থা,চ্যারিটিও বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে ছাত্রছাত্রীদের। সকলের পরিচিত রিলায়েন্স গ্রুপ এবার নিয়ে এল একটি বিশেষ স্কলারশিপ (Dhirubhai Ambani Scholarship) প্রোগ্রাম। এই স্কলারশিপে নিজের নাম একবার নথিভুক্ত করতে পারলে পড়াশোনার বেশি খরচাই চলে যাবে। এই ফর্ম ফিল আপের ব্যাপারে বিস্তরে দেখে নিন-

রিলায়েন্স ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
হোম পেজ থেকে লগ ইন করে নতুন পেজে যেতে হবে। আর যদি আপনার না করা থাকে তাহলে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে।
ফর্মটি যে ফর্ম্যাটে তথ্য চাইবে আপনার থেকে আপনি সেই ভাবেই দেবেন অতি সাবধানতার সাথে।

আঁধার কার্ডেই কেল্লাফতে, পেয়ে যান সরকারের 2টি নতুন প্রকল্পের সুবিধা একদম বিনামূল্যে।

আপনার থেকে যে তথ্যগুলি চাওয়া হবে সেগুলি হলো-১২ বোর্ডের পরীক্ষার সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, পরিবারের আয়করের প্রমাণপত্র, নিজের পাসপোর্ট সাইজ ফটো, আর যদি বিশেষভাবে সক্ষম হয় তাহলে তার প্রমাণপত্র।

এই Dhirubhai Ambani Scholarship স্কলারশিপের সুবিধাগুলি হলো-
মেডিসিনের পড়ুয়াদের জন্য দেওয়া হবে বার্ষিক ৩০০০০ টাকা। যার মধ্যে ২৩৫০০ টাকা দেওয়া হবে কলেজের ফি এবং রক্ষণাবেক্ষণের জন্য ১১৫০০ টাকা। এছাড়াও বই কেনার জন্য ৬০০০ টাকা দেওয়া হবে।
ইঞ্জিনিয়ারের পড়ুয়াদের জন্য আবার বই কিনতে ৫০০০ টাকা দেবে। কলেজ ফি বাবদ ১৯৫০০ টাকা এবং অন্যান্য খরচার জন্য ১১৫০০ টাকা দেওয়া হবে।
আইন,কমার্স, বিজ্ঞান, কলা বিভাগের জন্য বার্ষিক ২০০০ টাকা দেওয়া হবে। অন্যান্য রক্ষণাবেক্ষণ এবং বই কেনার জন্য সাড়ে ১০০০০ টাকা দেওয়া হবে।

কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট, বায়োটেক, মিডিয়ার ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক বই কিনতে ৩০০০টাকা দেওয়া হবে এবং কলেজের ফি দেওয়ার জন্য ৮০০০ টাকা দেওয়া হবে।
কৃষিদফতরের পড়ুয়াদের জন্য ১১৫০০ টাকা দেওয়া হবে তাদের পড়াশোনার জিনিসপত্র রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হবে। কলেজ ফি এর জন্য এবং বই কেনার জন্য বার্ষিক দেওয়া হবে ২৩৫০০ টাকা এবং ৪০০০ টাকা যথাক্রমে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link