বর্তমানে ভালোভাবে জীবন-যাপনের জন্য মোটা টাকা প্রতি মাসে উপার্জন করা খুব দরকার। অনেকের মতে উপার্জনের মূল উৎস হলো চাকরি করা। আর এই বাজারে ভালো চাকরি জোটানো কি কঠিন কাজ সেটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু চাকরি না করেও, একদম সৎ পথে আপনি প্রতিমাসে রোজগার করতে পারেন প্রায় ১ লক্ষ টাকা। সম্পূর্ণ সদুপায়ে, বাড়িতে বসে, বিন্দুমাত্র পরিশ্রম না করেই রোজগার করতে পারেন এই টাকা। সেই উপায় কী? এই সম্বন্ধেই আজ বিস্তারিত জানাবো আপনাদের।
বর্তমানে যতজন বাইরে গিয়ে না কাজ করেন তার থেকে অনেক বেশি মানুষ বাড়িতে বসে কাজ করেন। বাড়িতে বসে সঠিকভাবে কাজ করলেই মাস গেলে মোটা টাকা ইনকাম করা যায়। তবে যদি আপনি পরিশ্রমের পাশাপাশি একটু বুদ্ধিও লাগান, তাহলে সেই উপার্জিত অর্থের পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে। নিশ্চয়ই ভাবছেন এমন কোন কাজ রয়েছে যেখান থেকে প্রচুর আয় করা সম্ভব। এই সম্বন্ধে বলার আগে আপনাদের জানিয়ে রাখি, এই কাজটি করতে হলে কিন্তু আপনার কমপক্ষে ১০০ বর্গফুট জায়গা থাকতে হবে।
এবার আশা করি আপনি আন্দাজ করতে পারছেন। ঠিকই ধরেছেন, আমি এটিএম বসানোর কথা বলছি।দেশের বড় বড় ব্যাঙ্কগুলি আজকাল প্রতিটি রাজ্যে তাদের এটিএম ইনস্টল করার জন্য কাজ করছে। যার উদ্দেশ্য গ্রাহকদের সর্বাধিক সুবিধা প্রদান করা। সাধারণ মানুষ যাদের এই এটিএম ফ্রাঞ্চাইজি নিতে পারেন সেই সুযোগ সকলকে করে দেয় ব্যাংক। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি জিনিস থাকলেই আপনি আবেদন করতে পারবেন এটিএম নেওয়ার জন্য। অতএব আসুন জেনে নেওয়া যাক এই শর্ত গুলি কি কি।
আরও পড়ুন:- কাদের কাদের আয়কর জমা করতে হবে না? দেখে নিন লিস্ট।
প্রথমত আপনার রাস্তার ওপর একটি জমি থাকতে হবে। এই জমির ক্ষেত্রফল যেন অন্তত ১০০ বর্গফুট হয়। তার থেকে একটু বড় জমি হলে সুবিধা বেশি। এছাড়াও খেয়াল রাখতে হবে এমন জায়গা করতে হবে যেখানে বিদ্যুৎ সংযোগ এবং জেনারেটর সহজেই পাওয়া যায়। এছাড়াও আপনার জমি থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে যেন অন্য কোন এটিএম না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই শর্তগুলো পূরণ করতে পারলে এটিএম ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে। তবে এইসবের পাশাপাশি কিন্তু আপনার জমির দলিল, জমিটা যে বৈধভাবে কেনা তার সার্টিফিকেট, আপনার নিজস্ব পরিচয় পত্র এবং অন্যান্য নথিপত্র- সব কিন্তু অরিজিনাল হতে হবে। কোথাও কোনরকম ত্রুটি কিংবা ফাঁক থাকলে কিন্তু বিপদে পড়বেন। সব শর্ত পূরণ করার পর যদি আপনি এটিএম বসাতে পারেন তাহলে প্রতিমাসে অন্তত ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন এটিএম ভাড়া বাবদ। এক্ষেত্রে দেখুন আপনাকে কোন অতিরিক্ত পরিশ্রমও করতে হবে না। একবার বসাতে পারলেই কেল্লাফতে!