বিগত দুই বছরে বিশেষত করোনা মহামারী চলাকালীন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় নাগরিকদের কাছে তাদের রেশন কার্ড বলা ভালো ডিজিটাল রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হয়ে দাঁড়িয়েছে। কারণ নাগরিকদের নাগরিকত্বের প্রমাণপত্র থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে এই রেশন কার্ড যেমন ভাবে প্রয়োজনীয়, ঠিক তেমনভাবেই বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্যশস্য সহ অন্যান্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে এই রেশন কার্ড একইভাবে প্রয়োজনীয়। আর বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কল্যাণে আপনি বাড়িতে বসেই আপনার ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটেই আবেদন জানাতে পারবেন:-
১. বাড়িতে বসে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে। এক্ষেত্রে যেকোনো ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটি ওপেন করার সময়ে আপনার Desktop Site অপশনটি অ্যাকটিভ করলে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন।
২. এরপর আপনার সামনে যে হোম পেজটি আসবে তাতে খানিকটা নিচের দিকে থাকা RATION CARD অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
আবেদন করুন সীতারাম জিন্দাল স্কলারশিপে এবং প্রতি মাসে সর্বোচ্চ ৩২০০ পেয়ে যান।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ চলে আসবে। এই পেজের খানিকটা নিচের দিকে আপনি Apply for new Ration Card for a new member in the family নামক একটি অপশন দেখতে পাবেন। আপনি যদি আপনার পরিবারের যেকোনো নতুন সদস্যের নাম সংযোজন করতে চান আপনাকে এই অপশনটি বেছে নিতে হবে।
৪. উপরে উল্লিখিত অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ আসবে যেখানে Digital Ration Card Services এর অধীনে আপনাকে আপনার ফোন নম্বরটি লিখতে হবে এবং Get OTP অপশনে ক্লিক করতে হবে। Get OTP অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটি উক্ত পেজে সঠিক লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনি আপনার পরিবারে যেসমস্ত সদস্যদের রেশন কার্ড রয়েছে তাদের নাম দেখতে পারবেন। এরপর বাঁদিকে থাকা ড্যাশবোর্ডে ক্লিক করে Add Member অপশনে ক্লিক করতে হবে।
৬. এরপর উক্ত পেজে Enter an another Application with this number অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার পরিবারে যে সদস্যের নাম সংযুক্ত করতে চাইছেন তার নাম, পিতার নাম, লিঙ্গ (পুরুষ / মহিলা), জন্ম তারিখ, আধার নম্বর, PAN নম্বর, EPIC নম্বর সহ অন্যান্য তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর Relation এর বক্সে ইতিপূর্বে যে সকল সদস্যদের কার্ড রয়েছে তাদের মধ্যে যেকোনো একজন সদস্যর সাথে আবেদনকারীর সম্পর্ক উল্লেখ করতে হবে। এরপর Next অপশনে ক্লিক করতে হবে।
৭. এরপর যে পেজটি আসবে তাতে Proceed অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে এবং উক্ত পেজে পুনরায় একটি ওটিপির অপশন আসবে। এক্ষেত্রে Get OTP বাটনে ক্লিক করলে পুনরায় আপনার রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি আসবে এবং ওই ওটিপিটি সঠিক স্থানে লিখে আপনাকে Submit অপশনে ক্লিক করতে হবে।
৮. সবশেষে আপনাকে আপনার আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট অর্থাৎ বয়সের যে প্রমাণপত্রটি রয়েছে সেটি আপলোড করতে হবে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে, ৫ বছরের বেশি বয়সী শিশু অথবা যেকোনো নাগরিকের ক্ষেত্রে আধার কার্ড আপলোড করা বাধ্যতামূলক কিন্তু ৫ বছরের চেয়ে কম বয়সের শিশুদের ক্ষেত্রে আধার কার্ডের পরিবর্তে জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে। এই নথিতে আপলোডের প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে এবং আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পরবর্তী সময়ের জন্য অবশ্যই এই রেজিস্ট্রেশন নম্বরটি লিখে রাখুন।
সুতরাং, আপনার যদি এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে তাহলে উপরোক্ত পদ্ধতিতে বাড়িতে বসেই রেশন কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়ে যেতে পারবেন।