how-to-apply-for-shikshashree-prakalpa-know-the-method

পশ্চিমবঙ্গে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকর করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো শিক্ষাশ্রী প্রকল্প (Shikshashree Prakalpa)।

সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আজও কন্যাসন্তানকে বোঝা মনে করা হয়, এমনকী অত্যন্ত কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। আর তাতেই বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষার উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে এই শিক্ষাশ্রী প্রকল্প কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য ৭৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে। যদিও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের মতই শিক্ষাশ্রী প্রকল্পের (Shikshashree Prakalpa) আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের বিশেষ কতোগুলি যোগ্যতা পূরণ করতে হয়।

শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতাগুলি হলো:-
১. কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী ছাত্রীরাই এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

২. পশ্চিমবঙ্গে বসবাসকারী তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রীরা কেবলমাত্র এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

৩. শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৪. রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফে কার্যকরী অন্য কোন প্রকল্পের আওতায় অনুদান পেলে উক্ত ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় অনুদানের জন্য আবেদন জানাতে পারবেন না।

শুরু হলো নতুন ভোটার কার্ডের আবেদন প্রক্রিয়া। এবার ঘরে বসেই করতে পারবেন ভোটার কার্ডের জন্য আবেদন

চলুন তবে জেনে নেওয়া যাক শিক্ষার্থী প্রকল্পের আওতায় কতো টাকা করে অনুদান পাওয়া যাবে:-
শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রীরা বিভিন্ন ভিন্ন ভিন্ন অংকের অনুদান পেয়ে থাকেন। এক্ষেত্রে পঞ্চম শ্রেণীতে ছাত্রীদের প্রত্যেক বছরে ৭৫০ টাকা করে, ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রীদের প্রতিবছরে ৭৫০ টাকা করে, সপ্তম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের প্রতিবছরে ৭৫০ টাকা করে এবং অষ্টম শ্রেণীতে পাঠাতে ছাত্রীদের প্রতিবছরে ৮০০ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে।

আবেদনের প্রক্রিয়া:-
এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে একজন ছাত্রীকে অবশ্যই তিনি বর্তমানে যে স্কুলে পাঠরত সেই স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আবশ্যিক ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে স্কুলে জমা করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান। মাত্র ১৯ টাকায় পাওয়া যাবে ইন্টারনেটের সুবিধা

প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর আধার কার্ড
২. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট
৩. জাতিগত শংসাপত্র
৪. স্কুল সার্টিফিকেট
৫. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য
৬. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
৭. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি