কীভাবে আবেদন করবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।
HDFC ব্যাঙ্কের বিপুল শূন্য পদের তালিকা ঘোষণা করলো। কিছুদিন পর থেকেই বিভিন্ন সরকারি ব্যাঙ্কের সর্বভারতীয় পরীক্ষা শুরু হবে। কিন্তু বিপুল সংখ্যক ছেলেমেয়ে তো সরকারি চাকরি করবেনা। ভারতের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্ক এই HDFC ব্যাঙ্ক। গতকালই এই চাকরির নোটিশ বেরিয়েছে। চাকরির হাহাকার সময়ে অপেক্ষা করার থেকে ভালো আগেই ফর্ম ফিল আপ করা।
১১২ টি শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেকোনো কেউ ফর্ম ফিল আপ করতে পারবে। প্রধানত তিনটি পদের জন্য ফর্ম ফিল আপের কাজ চলছে । ডাটা এন্ট্রি, ব্যাক অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশন। উচ্চমাধ্যমিক পাশ থেকে গ্র্যাজুয়েশন পাশ যেকোনো ব্যাক্তি আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক-
https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=tFSL%2Fgi5CCc%3D
আবদেনকারীর জন্ম হতে হবে ৭ই জুলাই ১৯৯১ সাল থেকে ৭ ই জুলাই ২০০৫ সালের ভিতরে। এই সকল পদের জন্য বেতন হবে ১৪৫০০ থেকে ২৫৫০০ পর্যন্ত। এই ব্যাক্তিরা kYC ভেরিফিকেশন, সোশ্যাল মিডিয়া ব্যাবহার, ব্যাক অফিসের কাজ গুলি করতে পারবে। ফর্ম ফিল আপের শেষ তারিখ দেওয়া হয়েছে ২১ শে জুন।
ভারতের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কে আবেদন করে ফেলুন। চাকরিতে নিযুক্ত করার জন্য HR এবং বিভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে আপনাকে সিলেক্ট করা হবে। সরাসরি যোগাযোগ করার জন্য ফোন করুন 9703864055 – 9836590809 নাম্বারে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link
তবে এর পর আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হবে। প্রধানত কলকাতার ব্রাঞ্চগুলিতে নিয়োগের জন্যই ফর্ম ফিল আপের কাজ শুরু হচ্ছে।