ICCR Scholarship

ICCR Scholarship এ আবেদন করবেন কীভাবে, জানুন বিস্তারিত।

মাসে ২৫০০০ টাকার স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এবার উপস্থিত হলো ICCR Scholarship. স্কলারশিপ নিয়ে পড়াশোনা করলে অনেকটা পয়সা খরচ কম হয়। এটি একাধারে যেমন সন্মানের ঠিক তেমনই অন্যদিকে সাশ্রয়ের। ভারতবর্ষ থেকে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু পিছিয়ে যেতে হয় টাকার জন্য। ভারতবর্ষে পড়াশোনা করলে একাধিক স্কলারশিপ পাওয়া যাবে। রাজ্যে এবং কেন্দ্র উভয়েই শিক্ষার্থীদের সাহায্য করে। কিন্তু এবার বিদেশ থেকে ভারতবর্ষে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো ICCR.

আবেদনকারীর যোগ্যতা-
আবেদনকারীকে তার দেশের সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে ৬০ শতাংশ নাম্বার নিয়ে ক্লাস ১২ পাস করতে হবে।
মেডিক্যাল লাইনে এই স্কলারশিপ পাওয়া যাবেনা। কিন্তু বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলে ১০+২ তে Physics,Chemistry, Mathematics, biology নিয়ে পড়তে হবে। মাস্টার্সে ভর্তি হতে চাইলে স্নাতকে ৬০ শতাংশ নাম্বার এবং পিএইচডি তে ভর্তি হতে চাইলে স্নাতকোত্তরে ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে।

রাজ্যের সেরা 5টি স্কলারশিপ, আবেদন করলেই পাবেন পড়াশুনার সমস্ত খরচ।

এবছরে ভর্তি হতে চাইলে ICCR Scholarship Test 2023 দিতে হবে। আবেদনকারীর ইংরাজিতে Grammar এবং Vocabulary টেস্ট নেওয়া হবে। এতে পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে। তাতে পাশ করলে ফাইনাল মেল পাঠানো হবে। প্রত্যেককে নিজের দেশের ইন্ডিয়ান এমব্যাসিতে গিয়ে পরীক্ষা দিতে হয় এবং সেখানেই আবেদন করতে পারবে।

আবেদনের জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক এছাড়াও ফিট সার্টিফিকেট সেই দেশের ডাক্তারের দেওয়া। রঙিন পাসপোর্ট ছবি ও গেজেটেড অফিসারের দেওয়া আয়করের প্রমাণপত্র অবশ্যই লাগবে।
এই স্কলারশিপ পেয়ে গেলে ভর্তির মূল্য থাকা খাওয়া সবই ফ্রীতে পাওয়া যাবে। গ্রাজুয়েশন করলে ১৮০০০ টাকা এবং মাস্টার্সের জন্য ২০০০০ টাকা, পিএইচডির জন্য ২২০০০ টাকা ও পোস্টডক করতে গেলে ২৫০০০ টাকা দেওয়া হবে। ভারতের নিকটবর্তী দেশ বাংলাদেশ ও অন্যান্য দেশের সাথে সুস্থ সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখতে এই স্কলারশিপ প্রোগ্রাম।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link