জব কার্ড (Job Card)
Advertisement

ভারতের শ্রমিকরা যাতে তাদের অধিকারগুলি নিশ্চিতরূপে পায় তার জন্য ভারত সরকারের তরফে জব কার্ড চালু করা হয়েছিলো। ভারতীয় শ্রমিকদের নিশ্চিত কর্মসংস্থান সহ কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করাই জব কার্ড প্রদানের মূল উদ্দেশ্য। আর এখন শ্রমিকরা চাইলেই মাত্র কয়েকদিনেই তাদের জব কার্ড হাতে পেয়ে যেতে পারবেন।

Advertisement

চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কিভাবে আপনারা মাত্র ৭ দিনে জব কার্ড হাতে পাবেন:-
বর্তমানে রাজ্যজুড়ে দুয়ারে সরকারে ক্যাম্প চলছে আর আপনারা ওই ক্যাম্প থেকেই জব কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হবে এবং জব কার্ডের ক্ষেত্রে আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর ওই ফর্মটিতে আবেদনকারীর নাম, পরিবারের প্রধানের নাম, জেলার নাম, কাজ করতে ইচ্ছুক এরূপ প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, বয়স, লিঙ্গ (মহিলা/পুরুষ), রেশন কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে সঠিক স্থানে লিখতে হবে।

Advertisement

এরপর আবেদনকারীর গ্রাম, পোস্ট, মৌজা, থানা, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারী তপশিলি জাতি অথবা উপজাতিভুক্ত অথবা ওবিসি সম্প্রদায়ভুক্ত কিনা, ইন্দিরা আবাস যোজনার অধীনে আবেদনকারীর নাম নথিভুক্ত রয়েছে কিনা অথবা ভূমি সংস্কার যোজনার অধীনে আবেদনকারীর নাম নথিভুক্ত রয়েছে কিনা তা সঠিকভাবে উল্লেখ করতে হবে। উপরোক্ত তথ্যগুলি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করে সবশেষে নির্দিষ্ট স্থানে পরিবারের প্রধানকে সই করতে হবে। এরপর নির্দিষ্ট স্থানে ১০০ দিনের কাজের জন্য ইচ্ছুক সদস্যদের সই করতে হবে।

বাড়িতে বসে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন বিস্তারিত পদ্ধতি

সবশেষে নিচের অংশে থাকা শূন্যস্থানে আবেদনকারীর নাম, গ্রামের নাম সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে লিখতে হবে। পরবর্তীতে এই অংশটি আপনাকে ফেরত দেওয়া হবে, যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার জব কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। উপরোক্ত পদ্ধতিতে জব কার্ডের জন্য আবেদনের ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে গ্রাম পঞ্চায়েতের অফিসে জমা দিতে হবে।

যদিও শ্রমিকদের সুবিধার খাতিরে অনলাইনের মাধ্যমে জব কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করতে উদ্যোগী হয়েছে সরকার। সরকারের তরফে জানানো হয়েছে যে, শ্রমিকদের সুবিধার দিকটি মাথায় রেখে UMANG অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে শ্রমিকরা বাড়িতে বসেই জব কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। কিন্তু বর্তমানে এই অ্যাপের মাধ্যমে জব কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়নি, তবে খুব শীঘ্রই এই প্রক্রিয়াটি কার্যকরী করা হবে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জব কার্ডের অধীনে নিজের নাম নথিভুক্ত করার পরও যদি কোনো শ্রমিক ১০০ দিনের কাজ না পান তবে তাকে ১৫ দিনের মধ্যে সরকারের তরফে বেকারত্ব ভাতা দেওয়া হবে। এছাড়াও জব কার্ডের অধীনে যেসকল শ্রমিকদের নাম নথিভুক্ত রয়েছে তারা কাজের সময় যেকোনোভাবে আহত হলে সরকারের তরফে চিকিৎসার খরচের পাশাপাশি হাসপাতালের অন্যান্য খরচ পাবেন। এমনকী আঘাতের কারণে কোনোভাবে উক্ত ব্যক্তির মৃত্যু হলে বা উক্ত ব্যক্তি অক্ষম হয়ে গেলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও জব কার্ডের আওতায় থাকা ব্যক্তি চাকরি পাওয়ার অধিকার কার্ড পাবেন। এর পাশাপশি জব কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা নিজেদের পছন্দ অনুসারে কাজের ক্ষেত্র এবং কাজ করার সময় বেছে নিতে পারবেন। এছাড়াও জব কার্ডের আওতায় থাকা শ্রমিকরা কাজ করার জায়গায় খাবার জলের সুবিধা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা পাবেন।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর রেশন কার্ডের প্রতিলিপি।
২. আবেদনকারীর ভোটার কার্ডের প্রতিলিপি।
৩. আবেদনকারীর আধার কার্ডের প্রতিলিপি।
৪. বাড়ির ট্যাক্স জমা দেওয়ার প্রমাণপত্র বা রশিদ।
৫. আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় প্রতিলিপি।
৬. আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।