Scholarship(স্কলারশিপ)

Scholarship – কীভাবে পাবেন এই টাকা জানুন বিস্তারির।

অল্প নাম্বারেও স্কলারশিপ (Scholarship) দেওয়া শুরু করল রাজ্য সরকার। সাধারণ মানুষের মধ্যে সাধারণভাবে ধরাণা আছে বেশি নাম্বার থাকলে তবেই স্কলারশিপ দেওয়া হয়। রাজ্য সরকার নবান্ন স্কলারশিপের মধ্যে দিয়ে সেই ধারণা ভাঙতে চলেছে। উচ্চ মেধা হোক বা কম মেধা স্কলারশিপ সবারই হলে ভালো হয় পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে।

পশ্চিমবঙ্গ সরকার স্কলারশিপ থেকে ক্রেডিট কার্ড সব কিছু দিয়ে উচ্চশিক্ষা চালাতে সাহায্য করবে। এই নবান্ন স্কলারশিপ (Scholarship) বর্তমানে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য উত্তরকন্যা স্কলারশিপ এবং দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গ স্কলারশিপ। আবেদনের নিয়ম দেখা যাক। সাধারণভাবে এখানে একজন ছাত্রছাত্রী দশ হাজার টাকা পাবে তবে কোর্স অনুযায়ী টাকার অঙ্ক পরিবর্তন হবে।

মধ্যবিত্তের মুখে হাসি! রান্নার গ্যাসে আবারও ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।

আবেদনের জন্য যে তথ্যগুলি লাগবে সেটি হল –
ছাত্রছাত্রীকে মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে ৫০-৬০ শতাংশ নাম্বার পেতে হবে। এরপর গ্রাজুয়েশনেও সে যদি ৫৩-৫৫ শতাংশ নাম্বার পায় তাহলে সে আবেদন করতে পারবে বছরের যেকোনো সময়ে। অবশ্যই তার পরিবারের আয় ১লাখ কুড়ি হাজার টাকার নীচে হতে হবে। কিন্তু রাজ্য সরকারের অন্য স্কলারশিপ পেলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না।

আবেদনকারীর যে ডকুমেন্ট লাগবে সেটি হলো আধার অথবা ভোটার কার্ড। শেষ দেওয়া পরীক্ষার মার্কশিট এবং বর্তমানে যে কোর্সে পড়ে তার প্রমাণপত্র। একে একে পরিবারের আয়ের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং অবশ্যই একটি সেল্ফ ডিক্লেয়ার সার্টিফিকেট। একজন সরকারি উচ্চপদস্থ কর্মীর সই করা ইনকাম সার্টিফিকেট।

পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে আসতে হবে। এরপর সব তথ্য দিয়ে পাসপোর্ট সাইজের ছবি আটকে নিকটবর্তী পোস্টে দিয়ে আসতে হবে।
দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য ঠিকানা হবে নবান্ন এবং উত্তরবঙ্গের জন্য হবে উত্তরকন্যা। এই স্কলারশিপের অফলাইন সিস্টেমেই বেশি হয়।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link