কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে, জানুন বিস্তারিত।
এবার থেকে মাসে ২০০০ টাকা করে দেওয়ার প্রকল্প চলে এসেছে। এতদিন সবাই ভাবতো লক্ষীর ভান্ডার সব থেকে অনন্য প্রকল্প। দেশে ছাত্র থেকে বৃদ্ধ সবার জন্য বিভিন্ন প্রকল্প থাকলেও বাড়ির বিবাহিত মহিলাদের জন্য সেভাবে কোনো প্রকল্প শুরু হয়নি। প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁদের কথা ভেবে প্রকল্প শুরু করেছে।
মাসে ৫০০-১০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্প এখন বলাই চলে সর্বাধিক জনপ্রিয় এবং সফল প্রকল্প। কিন্তু এই প্রকল্পের সাথে পাল্লা দিতে এসেছে নারায়ণ প্রকল্প। যেখানে একজন মহিলাকে দেওয়া হবে মাসে দুই হাজার টাকা।
এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন হুগলীর একটি জনসভায় বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন নারায়ণ ভান্ডার দিয়ে সব মহিলাকে ২০০০ টাকা করে দেওয়া হবে। কোনো সময় যেহেতু বলেনি আশা করা যায় তিনি পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই এই কথা বলেছেন। রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় পার হয়ে গেছে কিন্তু এখন অবধি নির্বাচন কমিশন বা রাজ্যের তরফে কোনো নোটিশ আসেনি।
১০০০ টাকার প্রত্যাবর্তন! আবারও চালু হতে পারে হাজার টাকার নোট, ঠিক কি জানালো RBI? জানুন বিস্তারিত।
নির্বাচনি প্রতিশ্রুতি হিসাবে এমন কথা অনেক রাজনৈতিক দলের নেতারাই বলে থাকে। কিছুদিন আগে এক কংগ্রেস নেতাও এমন জানিয়েছিল। বিজেপি নেতা বলেন লক্ষীর ভান্ডারের সাথে নারায়ণ ভান্ডারের টাকা একসাথে পাবেন। রাজনৈতিক দল যাই বলুক লাভ তো সাধারণ মানুষেরই। এতে তাতে সংসারেই একটু সাশ্রয়। এর সাথে সাথে রাজ্যে একাধিক অন্যান্য জনপ্রিয় প্রকল্প চালু আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড।