how-to-apply-nmms-scholarship-2023
Advertisement

এই স্কলারশিপে আবেদনের খুঁটিনাটি জানতে পড়ুন বিস্তারিত।

ন্যাশানাল মেরিট কাম স্কলারশিপের ফর্ম ফিল আপের কাজ শুরু হতে চলেছে। এই স্কলারশিপের পরীক্ষা অষ্টম শ্রেণীতে দিতে হয়। ২৩ শে জুলাই থেকে অনলাইনে ফর্ম ফিল আপের কাজ শুরু হবে এবং এই ফর্ম ফিল আপের শেষ তারিখ ২৫ শে অগাস্ট। এই স্কলারশিপে আবেদনকারীকে অবশ্যই সরকারি বিদ্যালয় অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়তেই হবে। কোনো কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় অথবা বেসরকারী স্কুলে পড়লে আবেদন করতে পারবেনা।

Advertisement

আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই আগের বার্ষিক পরীক্ষায় ৫৫ শতাংশ নাম্বার পেতে হবে। শুধুমাত্র SC,ST এবং হ্যান্ডিক্যাপদের জন্য ৫ শতাংশ ছাড় থাকবে। তার সাথে অবশ্যই আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সাড়ে তিন লক্ষ্য টাকার নীচে হতে হবে। একজন ছাত্রছাত্রী এখানে সর্বোচ্চ ১২০০০টাকা পাবে প্রতি বছর। এই স্কলারশিপের ফর্ম ফিল আপের সব কাজই অনলাইনে হবে।

Advertisement

RBI এর নিয়ম নয়া মানায় শাস্তির মুখে পড়তে চলেছে জনপ্রিয় এই ব্যাংক গুলো, বন্ধ সব ধরনের লেনদেন।

প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের পোর্টালে যেতে হবে। সেখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে কোন স্কলারশিপের আবেদন করবেন। এরপর নাম পাসওয়ার্ড ক্রিয়েট করে ন্যাশানাল কাম মেরিট মিনস স্কলারশিপের পেজে ঢুকতে হবে। সেখানে গিয়ে ৫০KB এর সাইজের ছোটো পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে।

এরপর ফর্ম ফিল আপ করে প্রিন্ট বের করে নিয়ে আসতে হবে। সেই ফর্মে প্রধান শিক্ষককে দিয়ে সই করিয়ে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, মার্কশিট। ১৭ই ডিসেম্বর পরীক্ষা দিন ঘোষণা হয়েছে।