how-to-apply-sharukh-khan-scholarship-online
Advertisement

কীভাবে আবেদন করবেন? জানুন।

আপনি কি রিসার্চ করতে চান? অর্থনৈতিক কারণে আটকে রয়েছে আপনার রিসার্চ? আপনার সাহায্য করবেন শাহরুখ খান। না শাহরুখ খান নিজে এসে আপনাকে সাহায্য করবেন না, সাহায্য করবে তার নামে নামাঙ্কিত একটি স্কলারশিপ। আপনিও যদি গবেষণা ক্ষেত্রে এগিয়ে যেতে চান তাহলে আজই আবেদন করুন শাহরুখ খান স্কলারশিপের জন্য। এই স্কলারশিপে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদন করবেন কিভাবে? কোন বিষয় নিয়ে গবেষণার জন্য এই স্কলারশিপ পেতে পারেন? সব জেনে নিন বিস্তারিত।

Advertisement

যে সকল ছাত্র-ছাত্রী পড়াশোনায় ভালো তাদের অনেকেই আগামীতে গবেষণামূলক কাজে ব্রতী হতে চান। কিন্তু অর্থনৈতিক সংগতির অভাবে অনেকেই সেই পথ থেকে বিচ্যুত হন। তবে রিসার্চ স্কলারদের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে এলো লা ট্রোব ইউনিভার্সিটি। এই স্কলারশিপের নাম:- Shah Rukh Khan La Trobe University Ph.D Scholarship। অস্ট্রেলিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয় হল লা ট্রোব ইউনিভার্সিটি।

Advertisement

এই সপ্তাহ থেকে ব্যাপক হারে কমতে চলেছে সোনার দাম, দেখে নিন নতুন রেট।

২০১৯ থেকে ভারতীয় নারীদের গবেষণামূলক কাজে সাহায্য করার জন্য La Trobe University ও মেলবোর্নের ভারতীয় ফিল্ম সোসাইটির উদ্যোগে এই স্কলারশিপ চালু করা হয়। নাম শুনেই বুঝতে পারছেন এটি শুধুমাত্র নারীদের জন্য। স্কলারশিপের জন্য আবেদন করতে হলে নিম্নোক্ত শর্তগুলি পূরণ করা বাধ্যতামূলক-

১) আবেদনকারী কে ভারতীয় হতে হবে।
২) শুধুমাত্র মহিলারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারী যদি স্কলারশিপ এ আবেদন করেন তাহলে তাকে নূন্যতম পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে।
৪) অন্তত ৭০% নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে আবেদনকারীকে।

তবে আবেদন করার আগে মাথায় রাখবেন আপনি শুধুমাত্র নিম্নোক্ত বিষয়গুলিতেই গবেষণা করতে পারবেন-

  • Soil Studies.
  • How to stay well in old age.
  • Methods of care.
  • Research on bacteria.
  • Effects of drug and alcohol on youth.
  • Legs of children with down syndrome.
  • Role of soil in climate change.
  • Commercial expansion of indian medicine throughout the world.
  • আবেদনকারীরা মাথায় রাখবেন প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ এটির আবেদন প্রক্রিয়া শুরু হয়। বেশিদিন আবেদনের সময়সীমা থাকে না তাই তাড়াতাড়ি করে নেওয়া ভালো। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে লিস্ট বেরোয় বৃত্তি প্রাপকদের। মোটামুটি জুন-জুলাই মাস নাগাদ বৃত্তি প্রদান হয়। সেই সময় থেকেই গবেষণার কাজ শুরু করতে পারেন গবেষণাকারীরা। এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে আপনারা La Trobe University-র অফিসিয়াল ওয়েবসাইটে একবার ঘুরে আসতে পারেন।