কেন্দ্রীয় সরকারের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার, ৩১ জুলাই। এটি ছিল ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন। কিন্তু অনেকেই আছেন যারা উক্ত দিনের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করেননি। যারা এখনো আইটিআর ফাইল করেন নি তাদের ঘাবড়ানোর কিছু নেই। তাদের জন্য এখনো সুযোগ আছে আয়কর জমা করানোর।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার। তবে যেহেতু নির্দিষ্ট দিনে আয়কর জমা করানো হয়নি, তাই গুনতে হবে জরিমানা। আপনার বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে ১,০০০ টাকা জরিমানা হবে। তবে যদি ৫ লক্ষ টাকার বেশি কারোর বার্ষিক আয় হয় সেই ক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা প্রযোজ্য হবে বলে জানা গেছে। জরিমানা দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করানোর শেষ দিন ৩১ ডিসেম্বর।
আরও পড়ুন:- বহুদিন বাদে আবারো সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে গ্যাসের ভর্তুকি। কেন্দ্রের উদ্যোগ।
একটি উপায়ে আপনি জরিমানা বাঁচাতে পারেন। জরিমানা দিতে হবে কেননা আপনি নির্দিষ্ট দিন অর্থাৎ ডেডলাইনের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেননি। এবার যদি আপনি সংশ্লিষ্ট আধিকারিককে আয়কর জমা দিতে দেরি হওয়ার করার যথাযথ কারণ দেখাতে পারেন, তাহলে আপনার ভেতরে জরিমানা মুকুব করে দেওয়া হতে পারে। যদি এমন হয়, যদি আপনার রোজগার আয়কর সীমার নিচে হয় তাহলে আপনাকে ট্যাক্স ফাইল করার সময় আর কোন জরিমানা দিতে হবে না। সেক্ষেত্রে ফর্ম নেওয়ার সময় খেয়াল রাখবেন, কেননা এক্ষেত্রে আপনাকে ১৩৯(৪)-র বদলে ১৩৯(১) ফর্মে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে।