সহজ পদ্ধতিটি জানতে হলে পড়ুন বিস্তারিত।
আধার কার্ডের ফটো পরিবর্তন করতে চান! দেখে নিন আপনি সহজেই কোথা থেকে এই কাজ করতে পারবেন। আমাদের প্রত্যেকেরই প্রায় নিজেদের আধার কার্ড ভোটার কার্ডের ফটো দেখে অভিযোগ থাকে। সেই ফটো দেখে অন্যরা চিনবে কী নিজেরাই চিনতে পারিনা একাধিক সময়। একবার সেই কার্ড হয়ে গেলে আবার পাল্টানোর ঝামেলার কারণে আমরা রেখে দিই সেই প্রথম পাওয়া কার্ডগুলি। আধার কার্ড খুব বেশিদিন আমাদের দেশে আসেনি কিন্তু অতি অল্প সময়ে গুরুত্বপণ্য তথ্য হিসাবে জায়গা করে নিয়েছে। প্যান কার্ডের মতো তথ্যের সাথে আধার কার্ড যুক্ত করা হয়েছে।
এই আধার কার্ডেও অনেকে নিজেদের ছবি পরিবর্তন করতে চান। আধার সংক্রান্ত একাধিক কাজ অনলাইনে হলেও এই কাজটি আপনাকে আধার সেবা কেন্দ্রেই গিয়ে করতে হবে। প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় খবর, খুশি হাওয়া কৃষক মহলে। সবাই এটাই চাইছিল।
UIDAI-এর ওয়েবসাইটের হোমপেজে আপনি Get Aadhaar বলে একটি অপশন পাবেন। সেখান থেকে Book an Appointment বলে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন। এরপর আপনার সামনে আধার সেবা কেন্দ্র কোথায় আছে খুঁঁজতে হবে। আপনি কাছে যে আধার সেবা কেন্দ্রটি পাবেন সেই কেন্দ্রের নাম সিলেক্ট করুন।
(3) এর পরবর্তী ধাপে স্ক্রিনে মোট তিনটি অপশন আসবে। এর মধ্যে Aadhaar Update অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরই আপনার মোবাইল যে নম্বর আধারের সঙ্গে লিঙ্ক আছে মোবাইল নম্বরটি দিন। ফোনে আসা OTP দিলেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষের পর আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে ফর্ম ফিল আপ করাবে। এরপর একশো টাকা পেমেন্ট করতে হবে। তাহলে প্রিন্ট আউট বেরিয়ে আসবে কবে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে তাই নিয়ে। ৯০দিনের মধ্যে আপনি নতুন আধার কার্ড পাবেন।