পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।
লক্ষীর ভান্ডারের প্রকল্পের স্ট্যাটাস চেক করার অপশন এবার চলে এলো বাড়ি বসেই। এতদিন অবধি পশ্চিমবঙ্গ সরকারের একাধিক অন্যান্য প্রকল্প দেখা গেলেও লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক করা যেত না। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সব প্রকল্পের আবেদন দেখতে পাবে ওয়েবসাইটে গিয়ে। সেখান থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে যেতে হবে। পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্পের নাম লক্ষীর ভান্ডার। কিন্তু বেশ কিছু দিন ধরে অনেকেই অভিযোগ করছে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেনা।
প্রতিটি দুয়ারে সরকার প্রকল্পে লক্ষীর ভান্ডারের আবেদন জমা নেওয়া হয় এবং ২০ দিনের প্রকল্প অ্যাক্টিভেট করা দেওয়া হয়। কিন্তু সরকার জালিয়াতি আটকাতে প্রত্যেকের অ্যাকাউন্ট ব্যাবহার বাধ্যতামূলক হয়ে উঠেছে। কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আসবেনা। এই নিয়ে অনেকেরই গত মাস থেকে টাকা পেতে দেরি হয়েছে।
কিন্তু আর কোনো চিন্তা নেই দেখে নিন নিজের অ্যাকাউন্ট স্ট্যাটাস। লক্ষীর ভান্ডারের ওয়েবসাইটে যান সেখান নিজের ফোন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিন। এরপর আপনাকে মেন পেজে ঢুকতে দেবে সেখান থেকে কোন প্রকল্পের ডিটেলস জানতে চান দেখতে পাবেন। লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী দুটো পাশাপাশি পাবেন কিন্তু ঐ পেজে ক্লিক করলে আপনাকে আবার মেইন পেজে ব্যাক করিয়ে দিতে পারে।
তাই একটু নীচের দিকে আসলেই ১ নাম্বার সংখ্যাটি দেখতে পাবেন। এরপর লক্ষীর ভান্ডার অপশনটি দেখতে পাবেন ওখানে গিয়ে ফোন নাম্বার দিলে ওটিপি আসবে। সেখান থেকেই দেখতে পাবেন আপনার লক্ষীর ভান্ডার অ্যাক্টিভ কী হয়েছে কী হয়নি! কিন্তু এই সুবিধা পাবে শুধু যারা ২০২২ সাল পর্যন্ত লক্ষীর ভান্ডার করেছে। আশা করাই যায় পরবর্তীতে এই প্রকল্প পুরোটাই চেক করা যাবে।