how-to-check-pm-awas-yojana-status-2023-24-list
Advertisement

পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।

প্রধানমন্ত্রী আবাস যোজনা শেষমেষ ঘোষণা সরকারের। প্রায় এক বছর হতে চললো প্রধানমন্ত্রী যোজনার টাকা থেকে রাজ্যবাসী বঞ্চিত। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র একটি অভিযোগ আনে যে কেন্দ্রের টাকা ভুল বুঝিয়ে রাজ্যবাসীর মধ্যে দিচ্ছে। এরপর একটি বিশেষ টিম এসে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করে, তাদের কাজে সন্তষ্ট হলেও কবে টাকা পাওয়া যাবে সে বিষয়ে কিছু বলে যায়নি। সামনে পঞ্চায়েত ভোট মিটলেই লোকসভা প্রস্তুতি পর্ব শুরু হবে। হয়তো এই পর্যায়েই টাকা পাবে। দেখে নেওয়া যাক এই লিস্টে আপনার নাম আছে নাকি।

Advertisement

প্রথমে আপনাকে RH রিপোর্টিং এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এরপর একে A, B মেনু আসবে আপনাকে F মেনুতে যেতে হবে। সেখান থেকে বেনিফিসারি ফ্রোজেন অ্যাকাউন্টে যেতে হবে। এরপর সিলেকশন খুলে যাবে এবং কোন বছরের প্রগ্রেস রিপোর্টিং দেখতে চান অপশন আসবে।

Advertisement

আধার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। ১৪ই জুনের মধ্যে এই কাজটি না করলে বন্ধ হবে সব ধরনের প্রকল্প ও সরকারি পরিষেবা।

আপনি ২০২৩ সালে ক্লিক করবেন। কেন্দ্রের সব ধরনের প্রকল্পই এরপর স্ক্রিনে ভেসে উঠবে, আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অপশনটি বেছে নিতে হবে। আপনি কোন রাজ্যে,জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েতে বাস করেন চাওয়া হবে। একে একে ক্যাপচা কোড চাওয়া হবে সাথে সাথেই সাবমিট হয়ে নামের লিস্ট বেরিয়ে আসবে।

আবেদনকারীর নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন। তার পাশেই দেখতে পাবেন নামের সাথে রেজিস্ট্রেশন নাম্বার। পরবর্তী মেনুতে গিয়ে এই বেনিফিসিয়ারি ডিটেলসের পাশে রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটি দেখতে পাবেন। আবেদনকারীর নাম তার সাথে বাবার নাম এবং কটা ইনস্টলমেন্টে পাবে টাকা পাবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন।