কীভাবে পাবেন এই সুবিধা জানুন।
পিএম কিষাণ যোজনার আওতায় থাকা কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় পড়েন তাদের যাবতীয় সুযোগ-সুবিধা পেতে গেলে অতি অবশ্যই করাতে হবে ই-কেওয়াইসি। আগে অনেক ঝক্কি থাকলেও কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তে তা হয়ে গিয়েছে জলের মতো সহজ। এবার এই ই-কেওয়াইসি যাতে সহজেই কৃষকরা করতে পারেন তার জন্য মোবাইল অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
এই ই-কেওয়াইসি করা অত্যন্ত সহজ। কৃষকদের দিতে হবে না কোন আঙুলের ছাপ কিংবা ওটিপি। শুধুমাত্র মোবাইলের মাধ্যমে মুখের ছবি স্ক্যান করেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন কৃষক। মোবাইল ফোনে তাঁদের মুখ স্ক্যান করে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এতদিন পর্যন্ত সুবিধা প্রাপ্ত কৃষকদের বায়োমেট্রিকের মাধ্যমে করাতে হতো কেওয়াইসি। তবে সেই সমস্যা আর নেই। শুধুমাত্র মুখের ছবি দিয়েই হয়ে যাবে আপনার ই-কেওয়াইসি।
RBI এর নিয়ম নয়া মানায় শাস্তির মুখে পড়তে চলেছে জনপ্রিয় এই ব্যাংক গুলো, বন্ধ সব ধরনের লেনদেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের মোট তিনটি কিস্তিতে ছয় হাজার টাকা দেয়। প্রত্যেক কিস্তিতে কৃষকরা পান ২০০০ টাকা করে। এখন সকল চোখ মুখে বসে আছেন কবে আসবে তাদের ১৪ তম কিস্তি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই স্কিমটি চালু করা হয়েছিল। এর আগে পর্যন্ত এই যোজনার আওতায় মোট আট কোটি কৃষক টাকা পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী এর ১৩তম কিস্তি পেয়েছেন ৮.১ কোটিরও বেশি কৃষক। জানা যাচ্ছে জুন মাসের শেষের মধ্যে ১৪তম কিস্তি পেয়ে যাবেন কৃষকরা। আপনার কিস্তির বর্তমান স্ট্যাটাস চেক করতে হলে আপনি পিএম কিষান যোজনার অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
এই অ্যাপে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ‘নো ইউজার স্ট্যাটাস মডিউল’। তাহলেই আপনি আপনার জমি সম্বন্ধে বিস্তারিত তথ্য, আপনার আধার লিঙ্ক-সহ ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এবং ই-কেওয়াইসি স্টেটাস জানতে পারবেন।