how-to-check-pradhan-mantri-awas-yojana-gramin-new-list

ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশের সাধারণ জনগণের জন্য নানাধরনের প্রকল্প, যোজনা, স্কলারশিপ, জীবনবীমা এমনকী দুর্ঘটনা বীমাও কার্যকর করা হয়েছিল। পিএম কিষাণ যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর নানাবিধ স্কলারশিপ সহ কেন্দ্রীয় সরকারের এই সমস্ত প্রকল্প, যোজনাগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি যোজনা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। সমগ্র ভারতের বিভিন্ন প্রত্যন্ত, গ্রাম্য অঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জনগণকে পাকা ঘর নির্মাণের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল।

তবে এক্ষেত্র অনুদান প্রদানের সুবিধার খাতিরে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে গ্রামীণ এবং শহর এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবাস প্লাস যোজনা নামে বিশেষ পরিচিত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী নাগরিকদের মধ্যে কারা পাকা বাড়ির নির্মাণের টাকা পাবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। এমনকী কেন্দ্র সরকারের অনুমতিক্রমে ২০২৩ এর শুরুতে যেসমস্ত পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে বাড়ি নির্মাণের অনুমোদন এবং অনুদান প্রদানের কথা উল্লেখ করা হয়েছিল তার তালিকাও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। কিন্তু অধিকাংশ সাধারণ জনগণই জানেন না কিভাবে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন ব্যক্তিদের নামের তালিকা দেখতে পারবেন। আর তাতেই আজকের এই পোস্টে আমরা আবাস প্লাস যোজনার আওতায় কারা অনুদান পেতে চলেছেন তাদের নামের তালিকা দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি।

আরও পড়ুনঃ- পুরোনো ভোটার কার্ড থাকলে পাওয়া যাবে না কৃষক বন্ধুর টাকা। আপনার ভোটার কার্ড এই ক্যাটাগরিতে পড়ে নাতো।

চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই আবাস প্লাস যোজনার আওতায় অনুদান প্রাপকের তালিকা দেখতে পারবেন:-
আবাস প্লাস যোজনার অধীনে কারা অনুদান পেতে চলেছেন তার তালিকা চেক করার জন্য প্রথমেই আপনাকে আবাস যোজনা গ্রামীণ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/ -এ যেতে হবে। এরপর হোম পেজের মেনু বারে ক্লিক করতে হবে এবং আপনারা সামনে আসা অপশনগুলির মধ্যে থেকে Awaassoft -এর আওতাধীন Report অপশনটি নির্বাচন করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে E-FMS Reports -এর আওতাভুক্ত Beneficiaries registered,accounts frozen and verified অপশনটি নির্বাচন করে নিতে হবে।

এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনি কোন সালের তালিকা দেখতে ইচ্ছুক (এক্ষেত্রে ২০২২ সালের তালিকা দেখতে চাইলে ২০২২-২৩ অপশনটি নির্বাচন করতে হবে এবং ২০২৩ -এর শুরুতে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তা দেখতে চাইলে PMAYG Cumulative progress অপশনটি নির্বাচন করে নিতে হবে), আপনি কোন যোজনার তালিকা দেখতে চাইছেন (Pradhanmantri Awas Yojana) তা সঠিকভাবে নির্বাচন করে নিয়ে আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে নির্বাচন করুন। তারপর নিচে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ -এর তালিকা দেখতে পারবেন।

আরও পড়ুনঃ- SBI ASHA স্কলারশিপে আবেদন করলেই ১ বছরে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পাবেন ছাত্র-ছাত্রীরা।

আবেদনকারী নাগরিকদের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি যে, উক্ত পেজের নিজের দিকে থাকা Download Excel বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার নির্বাচিত এলাকার অনুদান প্রাপকের তালিকা এক্সেল শীটের মাধ্যমে দেখতে পারবেন। অন্যদিকে Download PDF অপশনের মাধ্যমে আপনি আপনার নির্বাচিত এলাকার অনুদান প্রাপকদের তালিকা পিডিএফ রূপে দেখতে পারবেন। উপরোক্ত যেকোনো একটি উপায় অবলম্বন করে আপনি দেখে নিতে পারবেন আপনার নির্বাচিত এলাকার অনুদান প্রাপকের তালিকায় আপনার নাম রয়েছে কিনা। উক্ত তালিকায় যদি আপনার নাম থাকে তবে আপনি তিনটি কিস্তির মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার অনুদান সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।