মাধ্যমিক

মাধ্যামিকের রেজাল্ট দেখবেন কোন সাইটে সবার আগে, জেনে নিন এক্ষুনি।

রাত পোহারেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বহু ছাত্র-ছাত্রী এই দিনদিন জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কিন্তু আপনি কি জানেন এখন রেজাল্ট দেখবার জন্য আপনাকে কোনো ক্যাফে বা কোনো কম্পিউটারের দোকানে লাইনে দাড়াতে হবে না। আপনি চাইলে ঘরে বসে মাত্র কয়েক মিনিটে নিজের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবেন।

রেজাল্ট চেক করবার জন্য আপনার জানা থাকতে হবে আপনার মাধ্যমিকের রোল নাম্বার এবং আপনার জন্মতারিখ। মাধ্যমিকের রোল নাম্বার আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। এবার আসি ঘরে বসে রেজাল্ট চেক করবেন কিকরে?

চাকরি বাতিল হওয়া 36000 শিক্ষকদের জন্য আইনজীবীর ইতিবাচক পোস্ট, আশার আলো দেখছেন বাতিল শিক্ষকরা।

রেজাল্ট চেক করবার জন্য আপনাকে সবার প্রথমে চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। আপনি চাইলে আপনার মোবাইলে বা কম্পিউটারে থাকা অন্য কোনো ব্রাউজার ব্যাবহার করতে পারেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে সার্চ করুন wbresults এবং সবার প্রথমে আসা লিঙ্কটিতে ক্লিক করে নিন। আপনাদের সুবিধার্থে মূল ওয়েবসাইটির লিঙ্কটি পোস্টের নীচে দেওয়া রইলো।

লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট খুলে যাবে যেখানে থাকা Latest Announcement এর নীচে আপনি লেটেস্ট রেজাল্ট আপডেট গুলি দেখতে পাবেন। বর্তমানে এখানে মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কটি দেওয়া থাকবে না কারন এখনো মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়নি। রেজাল্ট প্রকাশিত হলেই এই পেজে আরো একটি লিঙ্ক যুক্ত হবে West Bengal Board of Secondary Education Result 2023 আপনাকে এই লাইনটি বা লিঙ্কটির ওপর ক্লিক করতে হবে।

ক্লিক করার পরবর্তী সময়ে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার কাছে আপনার রোল নাম্বার এবং জন্মতারিখ চাওয়া হবে। নিদিষ্ট ঘরে সমস্ত কিছু সঠিক ভাবে বসিয়ে নীচে থাকা ক্যাপচা কোর্ডটি পূরন করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সামনে আপনার রেজাল্ট শো করবে।

এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা উচিৎ যে, রেজাল্ট যখন প্রকাশিত হয় তখন প্রত্যেকবারই প্রচুর মানুষ একই সঙ্গে রেজাল্ট চেক করতে সাইটে যায় যার ফলে অনেক সময় সাইটের সার্ভার ডাউন হয়ে যায়। এমন হলে ঘাবড়াবার কোনো কারন নেই কিছুটা সময় অপেক্ষা করে আবার চেষ্টা করুন।

ওয়েবসাইট লিঙ্ক- https://wbresults.nic.in/

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link