how-to-clear-storage-when-phone-memory-full

শিশু-কিশোর হোক বা যুবক-যুবতী অথবা সরকারি, বেসরকারি সহ অন্যান্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তি, যেকোনো মানুষের ক্ষেত্রেই ফোন ছাড়া জীবন অচল। কিন্তু এই ফোনেই যদি নানারকম সমস্যা দেখা দেয় তখন মানুষকে বারংবার বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর ফোনের এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি সমস্যা হলো স্টোরেজ ফুল হয়ে যাওয়া (Phone Memory Full)। যার কারণে ফোন বারবার হ্যাং করতে থাকে। এমনকী ফোন স্টোরেজ ফুল হয়ে গেলে ফোনে নতুন কোনো অ্যাপ কিংবা ফাইল অথবা ফটো কিংবা গান ডাউনলোড করা যায় না। ফলত ফোনটি ব্যবহার করা মুশকিল হয়ে ওঠে। তবে অধিকাংশ মানুষই জানে না এমন বেশ কিছু বিশেষ ট্রিকস রয়েছে, যার মাধ্যমে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার পর পুনরায় নতুন করে ফোন স্টোরেজ ফাঁকা করা সম্ভব। আর তাতেই আজকের এই পোস্টে আমরা ফোন স্টোরেজ ক্লিয়ার করার বেশ কতোগুলি ট্রিকস নিয়ে আলোচনা করতে চলেছি।

চলুন তবে ফোনের স্টোরেজ ক্লিয়ার করার এই বিশেষ ট্রিকসগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:-

অধিকাংশ স্মার্টফোনেই স্বয়ংক্রিয়ভাবে ফোনের স্টোরেজ ক্লিয়ার (Phone Memory Full) করার ব্যবস্থা থাকে। ফোনে স্টোরেজ ফুল হয়ে গেলে সর্বপ্রথম এই পদ্ধতির মাধ্যমে আপনারা নিজের ফোন মেমোরি ক্লিয়ার করতে পারবেন। এছাড়াও যে পদ্ধতিগুলির মাধ্যমে আপনারা নিজের ফোন স্টোরেজ ক্লিয়ার করতে পারবেন তা হলো,

how-to-clear-storage

১. অবব্যবহৃত অ্যাপগুলি আনইন্সটল করুন:- অধিকাংশ ক্ষেত্রে সাধারণ জনগণ এমন বেশ কিছু অ্যাপ ডাউনলোড করেন যেগুলি সাধারণত প্রয়োজন হয় না। এমনকী ফোনে এমন বেশ কিছু অ্যাপ থাকে যেগুলি বহুদিন ধরে ব্যবহৃত হয় না। এই সমস্ত অ্যাপগুলি একদিকে যেমন ফোন ব্যবহারকারীর কোন কাজে লাগে না। অন্যদিকে ঠিক তেমনভাবেই ফোনের স্টোরেজ স্পেস বেশ খানিকটা অংশ জুড়ে এই অ্যাপগুলি থেকে যায়। এই ধরনের অ্যাপগুলি আনইন্সটল করার মাধ্যমে আপনি নিজের ফোন স্টোরেজ ক্লিয়ার করতে পারেন। এমনকী স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে এমন বেশ কিছু অ্যাপ আনইন্সটল থাকে যেগুলি অধিকাংশ গ্রাহকদেরই বিশেষভাবে প্রয়োজন হয় না। এই সমস্ত অ্যাপগুলি ডাউনলোড করার মাধ্যমেও আপনি আপনার ফোন স্টোরেজ ক্লিয়ার করতে পারবেন।

আরও পড়ুন:- রেশন কার্ড নিয়ে বড়ো আপডেট দিল সরকার৷ এবার রেশন তোলা হবে আরো সহজ

২. ফোন স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় ভিডিও এবং গান ডিলিট করুন:- স্মার্টফোনের স্টোরেজ বা ফাইল অপশন থেকে অপ্রয়োজনীয় ফাইল, ভিডিও এবং গান ডিলিট করার মাধ্যমেও আপনি আপনার ফোনের স্টোরেজ স্পেস ফাঁকা করতে পারবেন।

৩. অটো ডাউনলোড অপশন বন্ধ করুন:- আপনার যদি অটো ডাউনলোড অপশন অন করা থাকে তাহলে সেটি অবশ্যই বন্ধ করুন। নতুবা আপনার ফোনে নানাবিধ প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে যার ফলে ফোনের স্টোরেজ বহুলাংশে কমে যায়। আর তাতেই ফোনে নানাধরনের সমস্যা সৃষ্টি হতে থাকে। সুতরাং, এই সমস্যা থেকে মুক্তি পেতে অটো ডাউনলোড অপশন বন্ধ করুন।

৪. মেইল-স্প্যাম ইত্যাদি ক্লিয়ার করুন:- বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে লগ ইন করার ক্ষেত্রে ইমেইল আইডি প্রয়োজন হয়ে থাকে। ফলত মেইল বক্সে প্রচুর অপ্রয়োজনীয় নোটিফিকেশন এসে থাকে। এমনকী মেইল বক্সে নানা ধরনের স্প্যাম মেসেজ এসে থাকে। ফোন স্টোরেজ ক্লিয়ার করার জন্য অবশ্যই মেইল বক্স এবং স্প্যাম মেসেজ ক্লিয়ার করুন। এই সমস্ত মেসেজগুলি ক্লিয়ার করলেই আপনার ফোন স্টোরেজ খানিকটা হলেও ফাঁকা হয়ে যাবে।

আরও পড়ুন:- বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। নতুন নিয়ম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

৫. ই-কমার্স অ্যাপগুলি আনইন্সটল করে ওয়েবসাইট ব্যবহার করুন:- আপনার স্মার্টফোন স্টোরেজ যদি যথেষ্ট কম থাকে তবে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো -এর মতো ই-কমার্স অ্যাপগুলি ব্যবহার করার তুলনায় এই সমস্ত ই-কমার্স অ্যাপগুলির যেসকল ওয়েবসাইট রয়েছে সেগুলি ব্যবহার করুন। ফলত একদিকে যেমন এই সমস্ত অ্যাপগুলি ডাউনলোড না করার কারণে যথেষ্ট স্টোরেজ স্পেস পাওয়া যাবে, অন্যদিকে ঠিক তেমনভাবেই ফোন হ্যাং করা বন্ধ হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link