Blood Donor App – এই আপের সাহায্যে কীভাবে ব্লাড ডোনার পাবেন, জানুন বিস্তারির।
এবার থেকে ব্লাড ডোনার (Blood Donor App) পেয়ে যাবেন অ্যাপের মাধ্যমেই। সাধারণ মানুষের জীবনকে অনেক সহজ করতে অনলাইনে একাধিক ব্যাবস্থা চলে এসেছে। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে সাহায্যের জন্য আসেনি কিছু সেভাবে। এখনও আমাদের অক্সিজেন, রক্তের লিডের জন্য চেনা পরিচিতদের উপরই ভরসা করে থাকতে হয়।
আর যখনই চেনাপরিচিতদের উপর ভরসা করতে হয় তখনই কম অঞ্চলে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হয়। কিন্তু এবার সেই সমস্যার সমাধান করতে চলে এসেছে ব্লাড নামের একটি অ্যাপ।প্লে স্টোরে গিয়ে BLOOD লিখলেই অ্যাপটি চলে আসবে। ডাউনলোড করার পর নিজের তথ্য দিতে হবে। যেমন আপনি কোন রাজ্যের কোন জেলায় থাকেন।
ব্যাংকে লাইনে দাড়িয়ে লেনদেনের দিন শেষ! গোটা ব্যাংকই আসবে আপনার দোড়গোড়ায়, জানুন বিস্তারিত।
এরপর ধরুন আপনি কোনো রক্তের গ্রুপ খুঁজছেন তখন আপনি যে গ্রুপ খুঁজছেন সেটি ঐ অ্যাপের তথ্য যেখানে চাওয়া হবে সেখানে দিয়ে দিতে হবে। এরপর আপনার জেলার যে কয়েকজন ঐ গ্রুপের রক্ত দিতে চায় তাদের তথ্য পেয়ে যাবেন। ফোন নাম্বারও দেওয়া থাকবে আপনি সাথে সাথে ফোন করে নেবেন। এই ধরনের মেডিকেল এমার্জেন্সিতে কতটা সাহায্য হবে ভেবে দেখুন।
রক্তের হাহাকারে কত মূমুর্ষু ব্যাক্তির প্রাণ যায় তার ঠিকানা নেই। এসব সাহায্য অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে দেবে। এখন থেকে তাহলে পারলে এই ধরনের অ্যাপ সবসময় ফোনে রাখুন। এখানে আপনি আপনার অঞ্চলের বাইরে থেকেও ডোনার (Blood Donor App) পেতে পারেন। রেয়ার গ্রুপের ব্লাড খুঁজতে গিয়ে সাধারণ মানুষকে কতটা নাজেহাল হতে হয় সবাই জানেন।
ওয়েবসাইট লিঙ্ক:- Link
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link