বর্তমান সময়ে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক -এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির রমরমা এবং জনপ্রিয়তা উভয়েই ক্রমান্বয়ে বাড়ছে। তবে শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং -এর মাধ্যম হিসেবে এই অ্যাপগুলির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তা নয়, এই অ্যাপগুলি মানুষের হাতের মুঠোয় কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের মাধ্যম এনে দিয়েছে (How to earn money through Facebook)। আর তাতেই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক -এর মতো অ্যাপগুলির জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছুঁয়েছে। যদিও অনেকেই সারাদিন ফেসবুক ব্যবহার করলেও এই বিষয়টি জানতে পারেন না যে বাড়িতে বসেই তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যথেষ্ট টাকা উপার্জন করে নিতে পারবেন (How to earn money through Facebook)।
আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে META -এর তরফে প্রকাশিত তথ্যে। META -এর তরফে তাদের সমস্ত ব্যবহারকারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ফেসবুকের মাধ্যমে তারা নিজেদের কনটেন্ট -এর মারফত উপার্জন করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ভিডিও থেকে আপনি কতো টাকা পাবেন তা নির্ভর করছে আপনার ভিডিও কতোটা ইউনিক এবং তাতে কতো views রয়েছে তার উপরে। এছাড়াও আপনি যদি ফেসবুকে তুলনায় instagram -এ অত্যধিক জনপ্রিয়তা লাভ করে থাকেন তবে আপনি আপনার instagram reels গুলিকে Facebook Reels -এ শেয়ার করার মাধ্যমেও উপার্জন করতে পারবেন।
আরও পড়ুনঃ- বন্ধ হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড। চালু রাখতে সকলকে করতে হবে এই কাজ
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি আপনি যদি এই সমস্ত ফেসবুক ভিডিওর মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করতে পারেন তবে নানাধরনের নামিদামি কোম্পানির ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমেও প্রচুর টাকা উপার্জন করে নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ব্র্যান্ড প্রমোশন বলতে কোনো একটি কোম্পানির নানাবিধ প্রোডাক্টকে ব্যবহার করে নিজের ভিউয়ার্সদের সেই প্রোডাক্টগুলির ব্যাপারে জানানো থেকে শুরু করে ভিডিওর মাধ্যমে সেই প্রোডাক্টগুলির রিভিউ দেওয়া পর্যন্ত সমগ্র প্রক্রিয়াটিকেই বোঝানো হয়। তবে এর জন্য আপনাকে META -এর কতোগুলি শর্ত মেনে ফেসবুক ভিডিও বানাতে হবে, তাহলেই আপনি এই সমস্ত ভিডিওর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।
ফেসবুক ভিডিওর মাধ্যমে উপার্জন করার জন্য আপনাকে নিজস্ব ফেসবুক Page ক্রিয়েট করতে হবে। আর নিজস্ব ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে ফেসবুকে গিয়ে ডান দিকে থাকা 3 line অপশনে ক্লিক করে আপনার প্রোফাইল ইনফরমেশনের নীচে থাকা Pages অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Creat অপশন আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা GET START অপশনে ক্লিক করতে হবে এবং আপনার পেইজের জন্য আপনার পছন্দসই একটি নাম নির্দিষ্ট স্থানে লিখে Next অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনি কোন ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে চাইছেন তা সঠিকভাবে লিখতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ- এবার থেকে পড়াশোনার পাশাপাশি উপার্জন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। নতুন উদ্যোগ সরকারের।
এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের লিংকটি প্রদান করতে হবে। যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই, এক্ষেত্রে চেক বক্সে ক্লিক করে Next অপশনে ক্লিক করুন। সবশেষে আপনার পেজের জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে। এইভাবে আপনার পেজ তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন করার জন্য দরকার পেজ মনিটাইজেশন। তবে পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য META -এর তরফে বেশ কতোকগুলি শর্ত রাখা হয়েছে। আর এর মধ্যে প্রথম শর্ত হলো নিজের কনটেন্টের উপর নির্ভর করে সঠিক নিয়মে পেজ খোলা। উপরোক্ত পদ্ধতিতে আপনারা সঠিক নিয়মে পেজ খুলে নেওয়ার পর ওই পেজে ভিডিও কনটেন্ট তৈরি করে আপলোড করতে হবে। পরবর্তীতে আপনার ভিডিও কন্টেন্টের মাধ্যমে ভিডিওগুলির ৬০,০০০ মিনিট ওয়াচটাইম এবং পেজের ১০,০০০ ফলোয়ার তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে ৩ মিনিট বা বেশি সময়ের ভিডিও তৈরি করতে হবে কারণ এর থেকে কম সময়ের ভিডিওগুলিকে গণনায় ধরা হবে না। এই সমস্ত শর্তগুলো পূরণ করলেই আপনি ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে পারবেন। META -এর তরফে আপনার পেজটির মনিটাইজেশন অ্যাপ্রুভাল দেওয়া হলে আপনিও আপনার পেজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার কনটেন্ট এর জনপ্রিয়তা এবং ওয়াচটাইম যতো বাড়বে আগামী দিনে আপনি ততো বেশি টাকা উপার্জন করতে পারবেন।