how-to-filing-your-ncome-tax-return-at-home
Advertisement

পুরো পদ্ধতি জানতে পড়ুন বিস্তারিত।

ইনকাম ট্যাক্স ফাইলের শেষ তারিখ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। গত দু’বছর কোভিডের কারণে জমা দেওয়ার শেষ তারিখ কিছুটা পিছিয়েছিল। চাকরি করেন যে ব্যাক্তিরা তাদের কাছে ইনকাম ট্যাক্সের নিয়মটা পরিচিত। কিন্তু যারা ব্যবসা করেন তাদের ইনকাম ট্যাক্স ফাইল করার সময় একটু সাবধান হওয়া দরকার। তাই তাড়াহুড়ো না করে, আগে থেকেই হাতে সময় নিয়ে ফর্ম ফিল আপের কাজটা করুন।

Advertisement

সিবিডিটি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা করার সময়সীমা ৩১ জুলাই নির্ধারণ করেছে। জানা গিয়েছে যে সিবিডিটি এতে কোনও পরিবর্তন করবে না। চাকরি করা ব্যাক্তিরা ১৬ নং ফর্ম ফিল আপ করে এই কাজ করবেন।
ITR ফাইল করার পদ্ধতি :
ই-ফাইলিং পোর্টাল, অ্যাপ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে আইটিআর ফাইল করার সুযোগ রয়েছে। কেউ যদি নিজে আইটিআর ফাইল করেন তাহলে আপনাকে আয়কর বিভাগের ওয়েবসাইটে অনলাইনে ফাইল করতে হবে।

Advertisement

ই-ফাইলিং পোর্টালে আগে থেকে ফিলাপ করা আইটিআর ফর্ম থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা নিজেকে ম্যানুয়ালি ফিলাপ করতে হয়। এই কাজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য- ফর্ম ১৬, ফর্ম ১৬ এএস, ফর্ম ২৬-এ পেয়ে যাবেন।

এই গরমে বিদ্যুৎ বিল কমাতে আজই করুন এই কাজটি, আগের থেকে 40% কম বিল আসবে।

প্রথমে আয়কর ই-ফাইলিং পোর্টালে যান। এখানে আপনার ইউজার আইডি (PAN), পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করুন। এর পরে, ‘ই-ফাইল’ ট্যাবে ‘আয়কর রিটার্ন’-এ ক্লিক করুন। মাথায় রাখবেন আপনাকে আপনার আয়ের পরিমাণ এবং আয়ের সংস্থানের উপর নির্ভর করে ফর্ম সিলেক্ট করতে হবে। এরপর, আপনি যে বছর আইটিআর ফাইল করছেন তার উপর ভিত্তি করে মূল্যায়ন বছর (AY) নির্বাচন করুন। এই বছর ২০২৩-২০২৪ সালের জন্য আপনি ফর্ম ফিল আপ করবেন।

ফর্মে লেখা সমস্ত ডেটা যাচাই করুন এবং সাবমিটে ক্লিক করুন। রিটার্ন জমা দেওয়ার পরে, আধার ওটিপি বা অন্য বিকল্প ব্যবহার করে এটি ই-ভেরিফাই করুন। এর পরে ই-ভেরিফাই হওয়া রিটার্ন আপলোড করুন। এবার CBDT-এর তরফে ITR ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩ নির্ধারণ করা হয়েছে। তাই এর আগেই কাজটি সেরে ফেলুন।