আঁধার কার্ড (aadhar card)

আঁধার কার্ড থাকলে নতুন কি কি সুবিধা পাবেন? জানুন বিস্তারিত।

আঁধার কার্ড নিয়ে এক বিরাট সুখবর নিয়ে এল সরকার। সচিত্র প্রমাণপত্র হিসাবে আধার এখন প্রথম সারিতে থাকে। যেকোনো ধরনের কাজ করতে আধার নাম্বার এখন কাজে লাগে। বেশি পুরোনো হওয়ার আগে তাই এই ডকুমেন্টের আপডেট করাতে হয় কিছু সময়ের অন্তরেই। খুব অল্পদিনেই এই প্রমাণপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অনেকেই আধার ব্যাবহার করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয় আবার সেই সমস্যার সমাধান করতে গিয়ে জেরবার হতে হয়। অনেক সাধারণ মানুষ বুঝে উঠতে পারেনা কোথা থেকে আঁধার কার্ড এর কাজগুলি করবে তারা। তবে এই সমস্যার সমাধান তৈরি করে ফেলেছে, ইউআইডিআই তাদের অ্যাপ নিয়ে উপস্থিত হয়েছে।

বাংলার কৃষকদের জন্য সরকার নিয়ে এলো শস্য বীমা যোজনা। আবেদন করলেই পাবেন ফসল নষ্টের ক্ষতিপূরণ।

এখন ফোন নাম্বারের সাথে আধার যুক্ত করা বাধ্যতামূলক। আঁধার কার্ডটি যে নাম্বারের সাথে যুক্ত আছে সেই নাম্বারেই ওটিপি আসে যেকোনো আধার বিষয়ক কাজে। কিন্তু অনেকেই আধারের সাথে ফোন নাম্বার যুক্ত করার কাজ করে ফেলেছে অনেক দিন আগে। তাই ভুলে যাওয়া বা হারিয়ে ফেলার মতো ঘটনা অনেকের সাথেই ঘটেছে। সেই ক্ষেত্রে অসুবিধায় পড়ছে অনেকে। ওটিপি এলে বুঝতে পারেনা কোন নাম্বারে আসছে এই সমস্যা সমাধানে অ্যাপটি লঞ্চ করা হয়েছে।

এবার থেকে নিজেরাই কোন মেল এবং কোন ফোন নাম্বার যুক্ত আছে জানতে পারবে। এখন আধার ব্যাবহার করে সরকারি কোনো কাজ করলে মেলের মাধ্যমে সতর্ক করা হয়। অনেকেই আধার জালিয়াত করে বিভিন্ন বড়ো দুর্নীতি করে এবং যার আধার কাজে লাগাচ্ছে সে অনেক সময় জানতেও পারেনা। এই অ্যাপের মাধ্যমেই ফোন নাম্বার সংযুক্তিকরণের কাজও হবে।

অনেক আধার কেন্দ্রে এর জন্য দীর্ঘ লম্বা লাইন দিতে হতো এবং প্রত্যেকে নিজের মতো টাকা নিত। কোনোরকম হয়রানির মুখোমুখি আর হতে হবেনা যে যার নিজের মতো বাড়ি বসেই করতে পারবে। আধার কার্ড ভোটার কার্ড এগুলি একজন নাগরিকের সবথেকে বড়ো পরিচয়।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link