how-to-get-2000-rupee-in-lakshimr-bhandar
Advertisement

লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার থেকে সবাই পাবেন ২০০০ টাকা করে।

লক্ষীর ভান্ডারের টাকা পাঁচশো টাকা থেকে দু হাজার হওয়ার কথা শোনা গেল এবার! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই লক্ষীর ভান্ডার। প্রায় ১কোটি ৯০লক্ষ্য মহিলা এই লক্ষী ভান্ডারের সুযোগ পায়। সাধারণভাবে বাড়ির বিবাহিত চাকরি না করা মহিলাদের পাশে দাঁড়াতে এই প্রকল্প শুরু করেন। ৫০০- ১০০০ টাকা পায় বিভিন্ন মহিলারা তাদের ক্যাটাগরি অনুযায়ী।

Advertisement

এতে বিভিন্ন পরিবারের কিছুটা আর্থিক সহায়তাও হয়। রাজ্য বেকারত্ব সর্বোচ্চ বর্তমানে। কিন্তু এদিন একসভায় কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন কংগ্রেস ক্ষমতায় এলে দুহাজার টাকা দেবে তারা। রাজনৈতিক মহল এর মধ্যে রাজনৈতিক ফায়দা দেখতে পাচ্ছে। কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় নেই অনেকদিন হলো।

Advertisement

এসে গেলো আধার কার্ডের নতুন আপডেট! এক্ষুনি করান, নইলে গুনতে হবে ফাইন, জানুন সহজ পদ্ধতি।

কিছুদিন আগেই বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস কর্ণাটকে। তাঁদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সামনে লোকসভা ভোট তাতে কংগ্রেস চাইছে তাদের বিভিন্ন পুরোনো খাঁটি ফিরে পেতে। এই অবস্থায় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে লক্ষীর ভান্ডার এরাজ্যের শুরু করা প্রকল্পের মধ্যে সর্বাধিক সাফল্য পেয়েছে। সব রাজনৈতিক দলই এই প্রকল্পকেই টার্গেট করতে চাইছে তাই। লক্ষীর ভান্ডারেরে মতো একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে ঠিকই কিন্তু বিবাহিত মহিলাদের জন্য কেউই এর আগে ভাবেনি।

ছাত্র স্কলারশিপ থেকে বার্ধক্যভাতা সবকিছুই আগে কেউ না কেউ ভেবেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য অনেক রাজ্যের রাজনৈতিক নেতারাই এই প্রকল্পের আদলে স্কিম শুরু করার প্রতিশ্রতি দেয়। কংগ্রেস নেতার এমন বক্তব্য নিয়ে অবশ্য আর কোনো কংগ্রেস নেতা এ নিয়ে মুখ খোলেনি। কিছুটা অস্বস্তিতে তারা উল্টে বোঝা যাচ্ছে। এই জুন থেকে লক্ষীর ভান্ডারের একাধিক নিয়মে পরিবর্তন এসেছে। নাহলে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকবেনা। জয়েন্ট অ্যাকাউন্ট না এবার থেকে নিজের অ্যাকাউন্ট হলে তবেই টাকট ঢুকবে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link