কীভাবে পাবেন এই মাস্ক আধার কার্ড? জানুন।
আধার কার্ডের নাম্বার ব্যাবহারে বড়ো পরিবর্তন আসতে চলেছে। ২০১০ সাল থেকে ভারতবর্ষে আধার রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। খুব বেশিদিন না এলেও সরকারের একাধিক নোটিশে এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাঙ্কের কাজ থেকে সরকারি অফিসের কাজে এই আধার কার্ড এখন বাধ্যতামূলক হয়ে গেছে।
আর এই ব্যাবহারের সুযোগ নিচ্ছে একদন সাইবার ক্রাইম করা ব্যাক্তিরা। আধার কার্ড সচিত্র প্রমাণপত্র হিসাবে যে শুধু কাজে লাগে তা নয় আধার নাম্বার দিয়ে আপনি ভোটার এবং প্যান কার্ড দিয়ে করা যায় যেকোনো কাজ সেরে নিতেই পারেন।
বকেয়া DA আবহে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের, জানুন নতুন বেতন।
তাই মাস্কড আধার ব্যাবস্থা শুরু করতে চলেছেন আধার দপ্তর। Unique Identification Authority of India জানিয়েছে কোনো ব্যাক্তি তার আধারে অতিরিক্ত সতর্কতা নিতে চাইলে Masked Aadhar System ব্যাবহার করবেন। যেখানে আপনি কোথাও আপনার আধার নাম্বার দিলে আপনার প্রথম আটটি নাম্বার লুকানো থাকবে অর্থ্যাৎ(×) চিহ্ন আকারে থাকবে শুধুমাত্র চারটি নাম্বার দেখা যাবে।
এইভাবে যদি আপনার আধার ব্যাবহার হয় তাহলে আপনার আধার সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেম আধার দপ্তরে ওয়েবসাইটে গেলেই অ্যাক্টিভ করতে পারবেন। সময়ের সাথে সাথে সাইবার ক্রাইম বেড়েই চলেছে তাই নিজের তথ্য সুরক্ষিত করতে চাইলে সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে আমাদের। আধারের সাথে সব তথ্যই আমাদের যুক্ত আছে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link