ইনস্টাগ্রামে কতো ভিউ তে টাকা ঢোকা শুরু করবে অ্যাকাউন্টে?
ইনস্টাগ্রাম থেকে আয়ের সহজ পথ খুলে গেল এবার! ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট নেই এমন ব্যাক্তি খুবই কম! প্রত্যেকই কম বেশি সুখ দুঃখের ফটো, রিল পোস্ট করেই থাকে ইন্সটাগ্রামে। কিন্তু জানেন এই পোস্টের মাধ্যমে আপনি হাজার হাজার টাকা আয় করতে পারেন। ইউটিউব বা ফেসবুকের মতো না। এখানে আপনাদের টাকা পাওয়ার পথটা একটু আলাদা। আপনার আয়ের বেশিটাই বিভিন্ন ব্র্যান্ডিং দিয়ে আসবে। ফেসবুকের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে ইনস্টাগ্রাম সময়ের সাথে। এখান থেকে ব্র্যান্ড দেখে অনেকেই কেনাকাটা করে। সেটাকেই আপনাকে কাজে লাগাতে হবে।
ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা দিয়ে কিছু ভাগ করা যায়। যেমন ন্যানো ইনফ্লুয়েন্সার যাদের ফলোয়ার হবে ১ হাজার থেকে দশ হাজার অবধি, দশ হাজার থেকে একলাখ ফলোয়ার যাদের তাদের বলে মাইক্রো ইনফ্লুয়েন্সার। একলাখ থেকে দশ লাখ ফলোয়ার যাদের তাদের বলে ম্যাক্রো ইনফ্লুয়েন্সার। দশ লাখের বেশি ইনফ্লুয়েন্সার হয়ে গেলে তাদের মেগা অর্থ্যাৎ সেলেব বলা চলে। এই ন্যানো ইনফ্লুয়েন্সারদের প্রতি পোস্টে আয়ের সুযোগ চার হাজার থেকে ষোলো হাজার টাকা। একজন ম্যাক্রো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে এক লাখ অবধি আয় করতে পারে।
এসে গেলো আধার কার্ডের নতুন আপডেট! এক্ষুনি করান, নইলে গুনতে হবে ফাইন, জানুন সহজ পদ্ধতি।
এই ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সাররা একাধিক কোম্পানির সাথে বিভিন্ন ব্র্যান্ড পার্টনার শিপ করছে যেগুলির জন্য তারা টাকা পাবে। এখানে একজন ইনফ্লুয়েন্সার কোম্পানির জন্য প্রোডাক্টের অ্যাডভারটাইসমেন্ট শ্যুট করবে রিল বানাবে সেটা থেকে বিক্রি হলেই কোম্পানি টাকা দেবে। ইন্সটাগ্রাম একটি বিশ্বস্ত অ্যাপ তাই লোকজন এখান থেকে ভালোই কেনাকাটা করে।
সরাসরি অনেকেই ইন্সটাগ্রাম থেকে বিভিন্ন জিনিস বিক্রি করে থাকে। তার জন্য দর্শকদের সাথে রেগুলার কানেকশন রাখতে হবে। প্রোডাক্টের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। আর আপনার অ্যাকাউন্ট যদি মনিটাইজ হয়ে যায় তাহলে লাখ টাকা উপার্জনের পথ খুলে যাবে। দশ হাজার ডলার পাওয়া যাবে একটা রিলস থেকে নির্দিষ্ট ভিউজের উপরে গেলেই।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link