ভোটার কার্ড

ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে কি কি প্রয়োজন জানুন বিস্তারিত।

ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার সময় চলে এলো এবার। এতদিন আধার প্যান সব কিছুর সাথে মোবাইল নাম্বার যুক্ত হয়েছে। এবার ভোটার কার্ডের পালা। Voter Card এর ডিজিট্যাল দিক এখনো আসেনি। Voter Card এর সাথে ইতিমধ্যেই মোবাইল নম্বর এবং ই মেল আইডি যুক্ত করার কাজ শুরু হয়েছে। বাড়ি বসেই এই কাজ করতে পারবেন এখন। তবে এই আপডেট ফেলে রাখবেন না।পরে সরকার টাকা চাইতে পারে। Voter Card এর হেল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের পরিবর্তে তাদের অ্যাপে গেলে কাজ তাড়াতাড়ি হবে।

প্রথমে আপনার ফোনের প্লে স্টোরটি দিয়ে Voter Helpline অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপরই New voter Registration এ ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে গিয়ে From 8 এ ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার থেকে মোবাইল নাম্বার চাওয়া হবে লগ ইন করতে হবে। ঠিক তখনই মোবাইল নাম্বার দিলেই সাবমিট হয়ে যাবে।

এই মাস থেকেই ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, প্রকাশিত হল লিস্ট, এক্ষুনি চেক করুন।

ঠিক তার পরের পেজেই Correction Of Entries এ ক্লিক করতে হবে এরসাথে মোবাইল অপশন সিলেক্ট করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাজটা হবেনা কিছুদিন দেরি হবে। তার জন্য আপনাকে ট্রাক করতে দেবে। রেফারেন্স আইডি দিয়ে দেবে এর জন্য।

এই কাজটি না করলে আপনি অনলাইন থেকে Voter Card ডাউনলোড করতে পারবেনা। ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটার কার্ড ভারতীয়দের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য। এই ফটোগ্রাফিক তথ্য দেখিয়েই আগে আইডেন্টিফিকেশন করতে হতো। এখন সেসময় পাল্টেছে। যেমন ভোটার কার্ড বাড়ি বসেই হচ্ছে লাইন দেওয়ার দরকার নেই।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link