Pan Card – পুরো পদ্ধতি জানতে হলে পড়ুন বিস্তারিত।
প্যান কার্ড (Pan Card) এখন ব্যাঙ্কের কাজে বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু অনেকেই আছে এখনো প্যান কার্ড করেনি। তাদের মধ্যে বেশি ব্যাক্তি সাইবার ক্যাফেতে গিয়ে প্যান কার্ড করতে যায়। এতে সময় যেমন যায় তারা তাদের ইচ্ছামতো টাকাও নিয়ে নেয়। কিন্তু এবার বাড়ি বসে যে কেউ দশ মিনিটে আধার কার্ড করে ফেলতে পারে।
বাড়ি বসে প্যান কার্ডের আবেদন করার সাথে সাথে ই প্যান কার্ডটি পাওয়া যাবে। নয় নাম্বারের প্যান নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিটি ভারতীয়র কাছে। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কাছে থাকা আধারের তথ্যের সাথে প্যানের তথ্য যেন মিলে যায়। আধারের প্রতিটি তথ্য নির্ভুল হলে তবেই সঠিক প্যান আসবে।
ঘরে বসে এসএমএস মাধ্যমে আধার প্যান লিঙ্ক করুন, আর বাঁচিয়ে নিন 1000 টাকা। জানুন কীভাবে?
প্রথমে আয়কর দপ্তরের সরকারি ওয়েবসাইটে গিয়ে Instant Pan অপশনে ক্লিক করতে হবে। E pan এ আবেদন করতে গেলে আধার নাম্বার চেয়ে নেবে। আর এই আধারের সাথে যে ফোন নাম্বার যুক্ত আছে তাতে ওটিপি যাবে । এরপর মেল বক্সে তথ্য গ্রহণের অপশন আসবে।
প্রথম পেজে তৈরি করা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ই ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে। সেখান থেকে প্যান দেখতে এবং ডাউনলোড করতে দেয়। কিন্তু তার জন্য আধার নাম্বার দিতে হবে এবং এর সাথে ওটিপি দিলেই পেয়ে যাবে ই প্যান। কিছুদিন পর পোস্টের মাধ্যমে প্যানের হার্ডকপি পেয়ে যাবে।
তাই অন্যের হাতে না দিয়ে নিজেই দশ মিনিট সময় বের করে প্যান কার্ড (Pan Card) তৈরি করুন নূন্যতম টাকা দিয়ে। তথ্য যাচাই সাবধানতার করলেই হবে। আপনার জানা সব তথ্যই চাওয়া হবে। প্যান এখন আয়কর দপ্তরের সাথে সবকাজেই বাধ্যতামূলক হয়ে গেছে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link