মাধ্যমিক

এই পদ্ধতিতে মাধ্যমিক 2023 এর খাতা রিভিউ স্ক্রুটিনি দুটিই আপনি করতে পারবেন

মাধ্যমিকের অনলাইনে খাতা রিভিউ করার পদ্ধতি চলে এলো এবার। এই পদ্ধতিতে রিভিউ স্ক্রুটিনি দুটিই আপনি করতে পারবেন কিন্তু স্কুলের কিছু তথ্য আপনাকে জানতে হবে। আগে এই কাজটি শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষকরাই করতে পারতেন। আবেদনকারীকে একটি চিঠি মাত্র দিতে হতো। এখন এই কাজটি করতে হলে প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল রিভিউ করার ওয়েবসাইটে যেতে হবে ।

সেখানে গিয়ে স্কুলের পিনকোড, ফোন নাম্বার এবং স্কুলের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম দিতে হবে। এরপর একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। লগ ইন করে ভিতরে গেলে আপনাক আবার পাসওয়ার্ড চাইবে। এরপর ভিতরের পেজে গেলেই আপনি রিভিউ না স্ক্রুটিনি কী করতে চান দেখতে পাবেন। আপনার প্রতিটি বিষয়ের তালিকা তৈরি করা থাকবে এবং কত টাকা নেবে সেটাও পাশে লেখা থাকবে।

আপনার কাছে দুহাজার টাকার নোট রয়েছে? কি করবেন এখনই জেনে নিন।

প্রতিটি বিষয়েরই রিভিউ করাতে পারেন। আপনার বিষয় পছন্দ হয়ে গেলেই টোটাল কত টাকা হয়েছে দেখিয়ে দেবে। এরপরই আপনি কোন ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা করতে চান দেখতে পাবেন, স্টেট ব্যাঙ্ক অথবা অন্য কোনো ব্যাঙ্ক। এই পুরো পদ্ধতির একটি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন। এখান থেকে চালান বের করে ব্যাঙ্কে জমা দিলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

এর কিছুদিন পরই নাম্বার বাড়লে নতুন মার্কশিট বিদ্যালয়গুলিতে বিতরণ করে দেওয়া হবে। তবে আপনি বুঝে ঠিক করবেন রিভিউ স্ক্রুটিনি দুটি সম্পূর্ণ আলাদা পথে হয়। দুটোর জন্য আলাদা টাকা এবং সময়ের পার্থক্য ও হয়ে যায়। আর কিছুদিন পরেই উচ্চমাধ্যমিকেরও ফল প্রকাশিত হবে। তার নিয়মও একই। মাধ্যমিকের নাম্বারের ওপর প্রত্যেকের পরবর্তী বিষয় পছন্দ করার পথ তৈরি করে দেয়। তাই এই নাম্বার নিয়ে অনেকেরই স্বপ্ন থাকে অনেক। আর সেটা আশাতীত হলে ভেঙে তো পড়ে অনেকেই। তাই পর্ষদের কোনো ভুলে যাতে এই ঘটনা না ঘটে এই রিভিউ স্ক্রুটিনির মতো পদক্ষেপ নেওয়া হয়।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link