পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।
পুরোনো পঞ্চাশ টাকা নোট বিক্রি করে লাখ টাকা উপার্জনের পথ চলে এল। পুরোনো কয়েন শুধু একজনের হবি হতে পারে তা নয় সেটা থেকে আপনি পয়সাও পেতে পারেন। আমাদের ছোটো থেকেই সবারই কিছু না কিছু শখ আছে। কয়েন বিক্রি করে যেমন টাকা পাওয়া যায় যেমন তেমনই অন্যান্য ঐতিহাসিক জিনিস সংগ্রহ, ডাক টিকিট এগুলোরও অনেক সময় নিলাম হয়।
পরিশ্রম করে কোনো কাজ করলেই বৃথা যায়না। এই কয়েন বিক্রির জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আছে যেমন কয়েনবাজার ডট কম, ইন্ডিয়া ওল্ড কয়েন, ক্লিক ইন্ডিয়া। এখানে প্রথমে মেলআইডি দিয়ে সাইন ইন করতে হবে। আপনি যে বিক্রি করতে চান তার সম্পূর্ণ তথ্য দিয়ে আপনার নোট বা কয়েনটির ছবি তুলে আপলোড করতে হবে।
বেকার জীবনের সমাপ্তি, HDFC ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।
এই যেমন আপনি পুরোনো পঞ্চাশ টাকার নোটটি বিক্রি করবেন বলে ঠিক করেছেন। এর কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতেই হবে যেমন সিরিয়াল নাম্বার, টাকা ছাপানোর সাল আবার অনেক সময় টাকার পিছনের ছবিটা দেখে কিনতে যায়। শুধু এ দেশ না বিদেশের লোকরাও কেনে এই ধরনের সংগ্রহ।
আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে যে কিনছে তার প্রোফাইল বিশ্বস্ত হয় নাহলে আপনার মারা যেতে পারে অনেক সময়। এখানেও স্ক্যামার আছে অনেক। যারা আপনার টাকা কম পয়সায় কিনে নেবে ভুল বুঝিয়ে। তারপর তারা চড়া দামে বিক্রি করবে। অনেক সহজেই এসব জিনিস লাখ টাকায় বিক্রি হয়।