how-to-update-aadhaar-card-online
Advertisement

কীভাবে করবেন আধার কার্ড আপডেট? জানুন বিস্তারিত।

বিনামূল্যে আধার আপডেটের অপশন চলে এলো এবার। আধারের সাথে সবধরনের তথ্য যেমন লিঙ্ক হচ্ছে ঠিক তার সাথেই আধার আপডেটও রাখতে হবে। নাহলে অনেককেই মাঝেমাঝে আধারের বায়োমেট্রিক আপডেট নিয়ে সমস্যায় পড়তে হয়। অনেকেই আছে যাদের আধার একবারও ১০ বছরে আপডেট হয়নি। তাদের এই সুযোগ হাতছাড়া করা ঠিক নয়। বাড়ি বসেই আধারের ওয়েবসাইটে আপডেট করলে কোনো চার্জ দিতে হবেনা কিন্তু আধার সেন্টারে গিয়ে করলে ৫০ টাকা ফাইন কাটবে।

Advertisement

তাই বাড়ি বসে আধারের ওয়েবসাইটে গিয়ে অতি সহজেই এই কাজ করতে পারেন। আধারের ফোন নাম্বার,বায়োমেট্রিক আপডেট রাখা ঠিক যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই আধারের ফটো আপডেট রাখাও গুরুত্বপূর্ণ। আধার সচিত্র প্রমাণপত্র হিসাবে ভারতবর্ষে যথেষ্ট গুরুত্ব পায়। এই পরিস্থিতিতে ১০ বছরে সবারই পরিবর্তন এসেছে। বাড়ি বসে আধার লিঙ্কের উপায় দেখে নিন।

Advertisement

মাধ্যমিক 2023 এর খাতা রিভিউ করবেন কীভাবে? জেনে নিন সবথেকে সহজ পদ্ধতি।

UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। সেখানে গিয়ে আধার আপডেটের অপশন দেখতে পাবেন। ওখান থেকে আপনার ফোন নম্বর চাওয়া হবে। যেই নাম্বারটি আধারের সাথে যুক্ত আছে তাতে ওটিপি যাবে। এরপর যদি দেখেন আধারের সংক্রান্ত সব তথ্য আপনার ঠিক ইছে তাহলে হাইপারলিংকে ক্লিক করতে হবে। এরপরই পরিচয়ের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণ নথি আপনাকে বাছতে দেবে।

ঠিকানার জন্য স্ক্যান কপি আপলোড করতে হবে। এর সাথে সাথেই আপনার আধার আপডেট অ্যাপ্রুভাল পাবে। তারপর আপনার ১৪ সংখ্যার আধার নাম্বার চাওয়া হবে। PoA ও POl নথির সম্পূর্ণ তালিকা UIDAi এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আপডেট সম্পূর্ণ হয়ে গেলে অনলাইনেই নতুন আধার পেয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই বাড়িতে আধার চলে আসবে।

আগের মতো আর আধারের জন্য লাইন দেওয়ার ঝামেলা আর নেই। আধারের মতো গুরুত্বপূর্ণ তথ্য বাধ্যতামূলক প্রত্যেক ভারতীয়র কাছে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link