how-to-update-your-aadhar-card-at-home
Advertisement

জানুন আধার কার্ড আপডেটের সবথেকে সহজ নিয়ম।

আধার কার্ড আপডেটের নতুন নিয়ম চলে এল আবার UIDAI। বেশ কিছু বছর আগে যখন প্রথম আধার কার্ড হয় তখন সবাই আধার কেন্দ্রে গিয়ে লাইন দিতে হত। কিন্তু সময়ের সাথে আধার আপডেটের নিয়ম বদলেছে। এখন আধার আপডেট করা যাচ্ছে বাড়ি থেকেই। কিন্তু আধার কেন্দ্রে গেলে ৫০০ টাকা অবধি নেওয়া হয়। তাই বাড়ি বসে আধার কার্ডের নিয়ম দেখে নিন।

Advertisement

প্রথমে আধার কার্ড নতুন ভাবে পেতে হলে আপনাকে আবেদন করতে হবে নাম এবং ফোন নাম্বার দিয়ে। এরপর আধারের হোম পেজ খুলে যাবে। সেখানে নাম, বাবার নাম দিতে হবে। এরপরই ঠিকানার প্রমাণপত্রের সমস্ত তথ্য যেমন গ্রাম, ব্লক, জেলার মতো তথ্য দিতে হবে।

Advertisement

এরপর ক্যাপচা কোড আসবে। সেখানে ক্যাপডা কোড দিলেই বিভিন্ন এরিয়াল কোড আসবে। এরপর তথ্য আপনাকে আবার পুনরায় যাচাই করতে হবে। আপনার থেকে সরকারি সংস্থার নূন্যতম পয়সা চেয়ে নেওয়া হবে। তাহলেই জানবেন আপনার প্রসিডিওর শেষ হয়ে গেছে।

ঘরে বসে মোবাইলের মাধ্যমে লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার সহজ উপায়, জানুন কীভাবে?

প্রসিডিওর শেষ হওয়ার ২১ দিনের মধ্যে আপনার আধার কার্ড বাড়ি চলে আসবে। কিন্তু আধার আপডেট এখন আবার বাধ্যতামূলক হয়ে গেছে যাদের দশ বছরের পুরোনো আধার কার্ড । ফটো থেকে বায়োমেট্রিক সমস্ত আপডেটই লাগবে। নাহলে আধার ব্লক করে দিতে পারে সরকার। আধার নিয়ে অনেক জালিয়াতির কারণেই এই সিদ্ধান্ত।