how-to-use-voter-service-portal
Advertisement

পুরো তথ্য জানতে হলে পড়ুন বিস্তারিত।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার সার্ভিস পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসে ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন, এছাড়াও সামনের বছর লোকসভা নির্বাচন। সুতরাং এটি সঠিক সময় যদি আপনার ভোটার কার্ডে কোন ভুল থাকে, তা শুধরে নেওয়ার। ভোটার কার্ড বর্তমানে আপনার পরিচিতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি। তাতে যদি কোন ভুল থাকে তাহলে, আপনি পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। সুতরাং, সেই ভুল ঠিক করিয়ে নেওয়াই শ্রেয়।

Advertisement

ফিজিক্যালি কিংবা অফলাইনে গিয়ে ভোটার কার্ডের ভুল শুধরানো বেশ সময় সাপেক্ষ হতে পারে। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি বাড়িতে বসেই সেটি সংশোধন করতে পারেন। এই কারণেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ভোটার সার্ভিস পোর্টাল। এখন আপনি ঘরে বসেই নতুন ভোটার কার্ড আবেদন, ভোটার কার্ড সংশোধন, ভোটার কার্ড ডাউনলোড, ভোটার লিস্টে নাম বুথ-সহ অন্যান্য ডিটেলস নিমেষে পেয়ে যাবেন।

Advertisement

RBI এর নয়া নির্দেশ, অ্যাকাউন্ট ব্যালেন্স ৩০,০০০ টাকার বেশি হলে বন্ধ হবে অ্যাকাউন্ট।

কিভাবে ব্যবহার করবেন এই পোর্টাল? আসুন জেনে নেওয়া যাক-
১) প্রথমেই Voter Service Portal লগ ইন করতে হবে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে।
২) Voter Service Portal এ আগে থেকে লগ ইন না থাকলে সাইন আপ করুন। নির্দিষ্ট মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।
৩) সাইন আপ হয়ে গেলে লগ ইনে ক্লিক করে নিজের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিন।
৪) লগ ইন করতেই আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। সেখানে সমস্ত ফর্ম দেখতে পারবেন।

৫) যদি আপনি নতুন ভোটার কার্ড আবেদন করতে চান তাহলে, New From 6-এ ক্লিক করুন।
৬) যদি আপনি আপনার বর্তমান ভোটার কার্ড বাতিল করতে চান তাহলে, From 7-এ ক্লিক করুন।
৭) যদি ভোটার কার্ডে কোন ভুল থাকে এবং সেটি সংশোধন করতে চান তাহলে From 8-এ ক্লিক করুন।
৮) যদি আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড এখনো লিঙ্ক না হয়ে থাকে তাহলে সেই লিঙ্ক করতে From 6B-তে ক্লিক করুন।

৯) ভোটার কার্ডে আবেদন করেছেন কিন্তু এখনো হাতে পাননি? সেক্ষেত্রে ভোটার কার্ডের স্ট্যটাস চেক করার জন্য Track Application Status-এ ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর বসিয়ে চেক করুন।
১০) ভোটার লিস্টে আপনার নামের বানান, নির্বাচনী ক্ষেত্র, পোলিং বুথ- সব ঠিক আছে কিনা দেখতে Search in Electoral Roll-এ ক্লিক করে ইউনিক ভোটার কার্ড নম্বর দিয়ে চেক করুন।
১১) যদি ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করতে হয় তাহলে E-EPIC Download-এ ক্লিক করে ভোটার কার্ড ডাউনলোড করে নিন।