করোনা মহামারির সমস্ত আশঙ্কা কাটিয়ে ২০২৩ সালের শুরুতেই পুনরায় রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজিত হতে চলেছে। আর তাই উচ্চমাধ্যমিক নিয়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ কোনোক্ষেত্রেই প্রস্তুতির কোনো কমতি নেই। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন থেকে শুরু করে গাইডলাইন পর্যন্ত সমস্ত তথ্যই শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এবারে পুনরায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হলো।
শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, আগামী ১৪ই মার্চ থেকে রাজ্যব্যাপী উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং তা শেষ হবে আগামী ২৭শে মার্চ তারিখে। যার জেরে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিলো যে, আগামী ১লা মার্চ তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ক্যাম্পের আয়োজন করা হবে এবং সেই ক্যাম্প থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড (HS Admit Card) এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে। তবে এবারে এই বিজ্ঞপ্তিতে বদল এনে ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড (HS Admit Card) এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করার তারিখ পরিবর্তন করা হয়েছে। ইতিপূর্বে এক নতুন বিজ্ঞপ্তি মারফত রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে অ্যাডমিট বিতরণের নতুন তারিখ সম্পর্কে জানানো হয়েছে।
আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। পাওয়া যাবে ২৫ টি প্রকল্পের সুবিধা।
পর্ষদের তরফে জারি করা এই নতুন বিজ্ঞপ্তিতে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ১লা মার্চের পরিবর্তে আগামী ৬ই মার্চ তারিখে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ক্যাম্প আয়োজিত করা হবে এবং তা থেকে অ্যাডমিট কার্ড এবং রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে। পর্ষদের তরফে এই নতুন বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, পর্ষদের অফিসের ওয়েবসাইটে ইতিমধ্যেই যেসমস্ত ক্যাম্প থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট (HS Admit Card) এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে তার তালিকা আপলোড করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের এই তালিকা অনুসারী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্যাম্পে হাজির হতে হবে, এমনটাই জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, মাধ্যমিকের রুটিনে বদল এনে ১লা মার্চ তারিখে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা রাখার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট দেওয়ার তারিখেও বদল আনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট (HS Admit Card) এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের তারিখে পরিবর্তন করার এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও ইতিপূর্বে ১লা মার্চ তারিখে ছাত্রছাত্রীদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছিলো তবে ৬ই মার্চ তারিখে তা দেওয়া হলেও ছাত্র-ছাত্রীদের বিশেষ সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে পর্ষদের তরফে।