মাধ্যামিক-উচ্চমাধ্যমিকের ফলাফলের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়ে গেত,জানুন কবে?
মাধ্যামিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন আগেই। এবার ফল প্রকাশের পালা। সাধারণভাবে মে মাসের মাঝামাঝি করেই প্রতি বছর ফল প্রকাশিত হয়। পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগেই ফলাফল সঠিক সময়েই বেরোবে কোনো দেরি হবেনা। এবছর পঞ্চায়েত ভোট থাকায় অনেক অভিভাবকই চিন্তায় পড়ে গিয়েছিল রেজাল্ট হয়তো আসতে দেরি হবে।
তাতে ছাত্রছাত্রীদের ভর্তিতে দেরি হবে। কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই মে মাসেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক রেজাল্ট বের হতে চলেছে। রেজাল্ট বেরোনো নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রেস মার্কস নিয়ে জড়িয়ে পড়ে এই ঘটনায়। সম্ভবত মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে ১৬ ই মে একাধিক প্রধান শিক্ষক ও ওয়েবসাইটের খবর অনুযায়ী। এবছর থেকে শিক্ষাব্যাবস্থায় একাধিক পরিবর্তন আসতে চলেছে। কলেজে ভর্তির নিয়মে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি অনুযায়ী কেন্দ্রীয় ভাবেই সব কলেজে ভর্তি হবে এবার থেকে।
DA আন্দোলনের মাঝেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল নাবান্ন, জানুন বিস্তারিত।
উচ্চমাধ্যমিকের ফলাফল তাড়াতাড়ি বেরোলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে অনেকটা, তারা নতুন নিয়মে ভর্তি হওয়ার নিয়মগুলি আগে থেকে একটু দেখে পারবে। উচ্চমাধ্যমিকেরও মাধ্যমিকের এক সপ্তাহ পরেই সম্ভবত ফলাফল আসতে চলেছে। মাধ্যমিকের সম্পূর্ণ নাম্বার ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। উচ্চমাধ্যমিকেরও একাধিক কাজ সম্পূর্ণ হয়েছে বলেই পর্ষদ সভাপতি জানিয়েছিল। এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে গ্রেস নাম্বার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
আর এই গ্রেস নাম্বার দিয়ে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাশ করবে বলে অনুমান করা হচ্ছে । এই গ্রেস নাম্বার চার থেকে পাঁচ নাম্বার বাড়তে চলেছে। প্রতি বছরই রেকর্ড হারে ছাত্রছাত্রী পাশ করছে তবে এবারে একটা চিন্তার বিষয় প্রায় চার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষার্থী কমেছিল। অন্যান্য বোর্ডের সাথে পাল্লা দিয়ে যেখানে রাজ্য বোর্ডেও ছাত্রছাত্রীদের নাম্বার দেওয়া হচ্ছে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link