পুরো রুটিন জানতে পড়ুন বিস্তারিত।
উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন করে রুটিন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই খবর সম্পূর্ণভাবে ভুয়ো। পর্ষদ জানিয়েছে তারা রুটিন আগেই জানিয়ে দিয়েছে। এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগে। তারপর কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। এই বছর রাজ্য সরকার জানিয়েছে এবার থেকে স্নাতক হবে চার বছরের। সেই নিয়ম মতো কলেজগুলিতে ফর্ম ফিল আপের তোড়জোড় শুরু হয়ে গেছে। ৮৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
Jio-র মারকাটারি অফার! 100 টাকায় 34 জিবি ডেটা সহ আনলিমিটেড কল, কীভাবে পাবেন? জানুন।
তবে পরের বছর উচ্চমাধ্যমিক শুরু হতে চলেছে প্রায় একমাস আগে। ১৬ ই ফেব্রুয়ারি দিয়ে উচ্চমাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে। নতুন এডুকেশন পলিসি অনুযায়ী এই স্নাতক কোর্সের নিয়ম বদলেছে। এখানে আরো একাধিক উচ্চশিক্ষার নিয়ম পরিবর্তন কথা বলা আছে। অর্থাৎ আশা করাই যায় সময়ের সাথে সাথে মাস্টার্সের নিয়মও পাল্টাবে।
পর্ষদের দেওয়া পরের বছরের উচ্চমাধ্যমিকের রুটিন দেখে নেওয়া যাক।
১৬ ফেব্রুয়ারি- বাংলা
১৭ ফেব্রুয়ারি- ভোকেশনাল কোর্স
১৯ফেব্রুয়ারি- ইংরাজি
২০ফেব্রুয়ারি- অর্থনীতি
২১ ফেব্রুয়ারি- শিক্ষাবিজ্ঞান/ পদার্থবিদ্য/ পুষ্টিবিজ্ঞান/ অ্যাকাউন্টেসি
২২ ফেব্রুয়ারি- Computer Application / Computer Science/ Visual Art/ Music/ Environmental Science
২৩ ফেব্রুয়ারি- Sociology/Commercial Law ans Preliminary Of Auditing/ Philosophy
২৪ ফেব্রুয়ারি- সাংবাদিকতা/ সংস্কৃত/ রসায়ন/ আরবি/ পার্সি/ ফরাসি ভাষা
২৭ফেব্রুয়ারি- মনোবিজ্ঞান/ কৃষিবিদ্যা/ গণিত/ ইতিহাস/ অ্যানথ্রোপলজি
২৮ ফেব্রুয়ারি- জীববিজ্ঞান/ রাষ্ট্রবিজ্ঞান/ বিজনেস স্টাডি
২৯ ফেব্রুয়ারি- ভূগোল/ হোম ম্যানেজমেন্ট/ statistics/ Costing and Taxation
১০ টার জায়গায় এবার থেকে পরীক্ষা শুরু হবে ১২ টায়।